Viral News: পুকুরে মাছ ধরতে গিয়ে একী উঠল জালে! বিরল ঘটনা! আতঙ্কে মানুষ

Last Updated:
Viral News: কোচবিহারের ঘুঘুমারি এলাকায় মাছ ধরার জালে উঠে এল বিরাট দৈত্য! জানলে ভয় পেয়ে যাবেন! আতঙ্কে রয়েছে এলাকার মানুষ
1/6
ইতিমধ্যেই শীত পড়তেই বেশকিছু এলাকায় সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে। বেশকিছু এলাকায় সাপ ধরা পড়ছে প্রায়শই। তাই বলে একী উঠে এল পুকুর থেকে? জানলে চমকে যাবেন
ইতিমধ্যেই শীত পড়তেই বেশকিছু এলাকায় সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে। বেশকিছু এলাকায় সাপ ধরা পড়ছে প্রায়শই। তাই বলে একী উঠে এল পুকুর থেকে? জানলে চমকে যাবেন
advertisement
2/6
কোচবিহারের ঘুঘুমারি এলাকায় এদিন আচমকাই মাছ ধরার জালে উঠে এল এক ইন্ডিয়ান বার্মিজ পাইথন সাপ।
কোচবিহারের ঘুঘুমারি এলাকায় এদিন আচমকাই মাছ ধরার জালে উঠে এল এক ইন্ডিয়ান বার্মিজ পাইথন সাপ।
advertisement
3/6
এলাকার এক স্থানীয় বাসিন্দা রফিকুল মিঁয়া জানান, দুপুর নাগাদ এলাকার এক পুকুরে মাছ ধরতে গিয়ে ধরা পড়ে সাপটি।
এলাকার এক স্থানীয় বাসিন্দা রফিকুল মিঁয়া জানান, দুপুর নাগাদ এলাকার এক পুকুরে মাছ ধরতে গিয়ে ধরা পড়ে সাপটি।
advertisement
4/6
পরবর্তী সময়ে খবর পাঠানো হয় সর্প উদ্ধারকারীদের কাছে। তাঁরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান বন দফতরের কাছে।
পরবর্তী সময়ে খবর পাঠানো হয় সর্প উদ্ধারকারীদের কাছে। তাঁরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান বন দফতরের কাছে।
advertisement
5/6
সর্প উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, সাপটি আনুমানিক পাঁচ ফুট লম্বা। সাপটিকে উদ্ধারের পর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
সর্প উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, সাপটি আনুমানিক পাঁচ ফুট লম্বা। সাপটিকে উদ্ধারের পর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
6/6
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর সাপটিকে পুনরায় লোকালয়ের থেকে দূরে জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হবে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর সাপটিকে পুনরায় লোকালয়ের থেকে দূরে জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হবে।
advertisement
advertisement
advertisement