আম্রপলি, হিমসাগর, ল্যাংড়া, গোপাল ভোগ ইত্যাদি প্রজাতির আমের ডিমান্ড আসছে বিদেশ থেকে। ইতিমধ্যেই মালদহের একাধিক প্রজাতির আম পাঠানো হয়েছে বিদেশে। দুই থেকে তিনটি পর্যায়ে প্রায় ৪ থেকে ৫ টন আম রফতানি করা হয়েছে বিদেশে। নিউজিল্যান্ড, সুইডেন, আমেরিকা সহ পার্শ্ববর্তী দেশ ভুটানেও আম পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: বাজারে ব্যাপক ডিমান্ড! দিনে ৩ ঘণ্টা কাজ করে ১০০০ টাকা লাভ, বাড়িতেই তৈরি করুন এই মাটির সাবান
advertisement
জেলা উদ্যান পালন অধিকারী সামন্ত লায়েক জানান, “বর্তমানে অন্যান্য দেশে আম না থাকায় এবং দক্ষিণ ভারতেও আমের জোগান না থাকায় বিদেশ থেকে এখন মালদহের আমের ব্যাপক ডিমান্ড আসছে। আমেরিকা, নিউজিল্যান্ড, সুইডেন সহ পার্শ্ববর্তী দেশ ভুটানেও রফতানি করা হচ্ছে মালদহের আম। ইতিমধ্যেই বিগত ১০-১২ দিনে তিনটি পর্যায়ে প্রায় কয়েক টন আম রফতানি করা হয়েছে বিদেশে। আগামী দিনে আরও আম পাঠানো হবে বিদেশে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত রাজ্যের অধিকাংশ পরিমাণ আম চাষ হয় মালদহ জেলায়। এবছর ব্যাপক আমের ফলন হয়েছে মালদহে। তবে অন্যান্য দেশে আমের জোগান না থাকায় মালদহের আমের চাহিদা দেখা মিলছে বিদেশে। তাই স্বভাবতই নতুন নতুন দেশ থেকে এখন মালদহের আমের চাহিদা নজর কেড়েছে সকলের। মালদহের আম বিদেশে রফতানি হওয়ায় বৈদেশিক মুদ্রা আসবে জেলায়, যার ফলে আর্থিক অবস্থা আরও উন্নত হবে বলে অভিমত অনেকের।
জিএম মোমিন