এই ভালবাসার সপ্তাহে প্রত্যেকেই তার প্রিয় মানুষদের জন্য নানা উপহার নিয়ে থাকে। সেই অর্থেই শৈলশহর দার্জিলিংয়ে এবছর প্রেম নিবেদন হোক উলের গোলাপে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কারণ দার্জিলিং পাহাড়ের রাস্তায় মিলছে উল দিয়ে বোনা স্থানীয়দের হাতের তৈরি গোলাপ। লাল সাদা গোলাপি রংবেরঙের গোলাপ রয়েছে। এ যেন ভালবাসায় এক অন্য মাত্র এনে দেবে। এই প্রসঙ্গে উলের গোলাপ বিক্রেতা নিমা লাকি শেরপা জানান, তাদের হাতের তৈরি রং বেরঙের এই উলের গোলাপ পাহাড়ে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই খুব পছন্দ করে। সামনেই রয়েছে ভালবাসা দিবস, সেই অর্থে শৈল শহরে গিয়ে কনকনে ঠান্ডা আমেজে নিজের প্রিয় মানুষকে প্রেম নিবেদন হোক উলের গোলাপে।
advertisement
আরও পড়ুন: পর্যটকদের জন্য বড় সুখবর, ৭-৯ ফেব্রুয়ারি সিটং ঘুরতে গেলেই মিলবে বাড়তি মজা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দার্জিলিংয়ের নেহেরু রোডে গেলেই দেখতে পাবেন নিমা এবং তার বান্ধবীকে, দুই বান্ধবী মিলে ঝুড়িঝুড়ি উলের গোলাপ নিয়ে বসে রয়েছে। তাহলে আর দেরি কিসের, আপনিও যদি এই ভালবাসার মরশুমে দার্জিলিং যাবার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই নিজের প্রিয় মানুষকে প্রেম নিবেদন করুন এই উলের গোলাপে, মন ভরে যাবে।
সুজয় ঘোষ