TRENDING:

Darjeeling News: আজব গোলাপ! শুকাবেও না, ম্যারমেরেও হবে না! অলটাইম থাকবে তরতাজা, ভ্যালেন্টাইন্স ডে'তে কাছের মানুষকে উপহার দিলে সারাবছর উথলে পড়বে ভালবাসা

Last Updated:

ভালবাসার মরশুমে বড় আকর্ষণ শৈল শহরের এই নতুন গোলাপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: ফেব্রুয়ারি মাস মানেই এক প্রেমের মরশুম। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত পালিত হয় প্রেমের সপ্তাহ। যেখানে প্রত্যেকেই তার প্রিয় মানুষের সাথে ভালবাসার মুহূর্তগুলি কাটিয়ে থাকে। তবে এ বছর যদি আপনি এই প্রেমের মরশুমে শৈল শহর দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার কথা ভাবেন তাহলে কনকনে ঠান্ডা আমেজে প্রেম নিবেদন হবে এক অন্য আমেজে।
advertisement

এই ভালবাসার সপ্তাহে প্রত্যেকেই তার প্রিয় মানুষদের জন্য নানা উপহার নিয়ে থাকে। সেই অর্থেই শৈলশহর দার্জিলিংয়ে এবছর প্রেম নিবেদন হোক উলের গোলাপে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কারণ দার্জিলিং পাহাড়ের রাস্তায় মিলছে উল দিয়ে বোনা স্থানীয়দের হাতের তৈরি গোলাপ। লাল সাদা গোলাপি রংবেরঙের গোলাপ রয়েছে। এ যেন ভালবাসায় এক অন্য মাত্র এনে দেবে। এই প্রসঙ্গে উলের গোলাপ বিক্রেতা নিমা লাকি শেরপা জানান, তাদের হাতের তৈরি রং বেরঙের এই উলের গোলাপ পাহাড়ে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই খুব পছন্দ করে। সামনেই রয়েছে ভালবাসা দিবস, সেই অর্থে শৈল শহরে গিয়ে কনকনে ঠান্ডা আমেজে নিজের প্রিয় মানুষকে প্রেম নিবেদন হোক উলের গোলাপে।

advertisement

আরও পড়ুন: পর্যটকদের জন্য বড় সুখবর, ৭-৯ ফেব্রুয়ারি সিটং ঘুরতে গেলেই মিলবে বাড়তি মজা

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

দার্জিলিংয়ের নেহেরু রোডে গেলেই দেখতে পাবেন নিমা এবং তার বান্ধবীকে, দুই বান্ধবী মিলে ঝুড়িঝুড়ি উলের গোলাপ নিয়ে বসে রয়েছে। তাহলে আর দেরি কিসের, আপনিও যদি এই ভালবাসার মরশুমে দার্জিলিং যাবার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই নিজের প্রিয় মানুষকে প্রেম নিবেদন করুন এই উলের গোলাপে, মন ভরে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: আজব গোলাপ! শুকাবেও না, ম্যারমেরেও হবে না! অলটাইম থাকবে তরতাজা, ভ্যালেন্টাইন্স ডে'তে কাছের মানুষকে উপহার দিলে সারাবছর উথলে পড়বে ভালবাসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল