Darjeeling News: পর্যটকদের জন্য বড় সুখবর, ৭-৯ ফেব্রুয়ারি সিটং ঘুরতে গেলেই মিলবে বাড়তি মজা

Last Updated:

৭-৯ ফেব্রুয়ারি সিটং ঘুরতে গিয়ে মিলবে একের পর এক অফার

+
সিটং

সিটং ফেস্টিভ্যালের অফার

দার্জিলিং: শৈল রানী দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম সিটং। সামান্য জনবসতি নিয়ে তৈরি পাহাড়ের কোলে অপরূপ সুন্দর এই গ্রাম অনেকের কাছেই কমলালেবুর দেশ হিসেবেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ী এই গ্রাম পর্যটকদের কাছে এক স্বর্গ রাজ্য। এবার পাহাড়িগ্রাম সিটংয়ে গেলেই দেখা মিলবে পাহাড়ি জনজাতির বিভিন্ন ঐতিহ্য, কারণ চলতি সপ্তাহেই শুরু হতে চলেছে সিটং ফেস্টিভাল যেখানে নাচ-গান আড্ডা থেকে শুরু করে থাকবে পাহাড়ের ঐতিহ্যবাহি খাবার খাওয়ার সুযোগ। না গেলেই বড় মিস।
নতুন বছরে শীতের মরশুমে পাহাড়ি ছোট্ট গ্রাম সিটংয়ের হোমস্টে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুরু হতে চলেছে সিটং ফেস্টিভ্যাল। এখানে গেলেই মিলবে স্থানীয় বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের সাথে নেপালি ভাষা, নেপালি পোশাক, নেপালি জনজাতিকে আরও কাছ থেকে চেনার সুযোগ এবং এছাড়াও থাকবে স্থানীয়দের হাতে তৈরি বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস থেকে শুরু করে, নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার বিশেষ করে সেল রুটি, মোমো ,থুকপা সহ বিভিন্ন জনজাতির ঐতিহ্যকে তুলে ধরা হবে এই সিটং ফেস্টিভ্যালে। কনকনে শীতের আমেজে নাচে গানে আড্ডায় মেতে উঠবে পাহাড়ি ছোট্ট গ্রাম সিটং। পাহাড়ি নেপালি জনজাতির ঐতিহ্য থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ নেপালের বিভিন্ন ঐতিহ্যকেও তুলে ধরা হবে এই ফেস্টিভ্যালে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুভাষ সুব্বা জানান, “গ্রামের মানুষকে স্বাবলম্বী করতে এবং বিভিন্ন জনজাতির ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। চলতি সপ্তাহের ৭, ৮ এবং ৯ ফেব্রুয়ারি সিটংয়ে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি পর্যটকেরা এই ফেস্টিভ্যাল চলাকালীন সময়ে সিটং-এর যে কোন হোমস্টেতে থাকলে তাদেরও হোমস্টের পক্ষ থেকে এই ফেস্টিভ্যালে নিয়ে আসা হবে এবং সেখানে তারা বিভিন্ন জনজাতির ঐতিহ্য খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্থানীয়দের হাতে তৈরি বিভিন্ন জিনিসের মজা নিতে পারবে।”
advertisement
অন্যদিকে এই প্রসঙ্গে জিটিএ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ডিরেক্টর দাওয়া জানান, “বর্তমানে চারিদিকে পাহাড়ে ঘেরা গ্রাম পর্যটকদের কাছে এক স্বর্গরাজ্য। এই অনুষ্ঠানে পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান সহ বিভিন্ন জায়গার ঐতিহ্যকে তুলে ধরা হবে। এর পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করা হবে ইকো ট্যুরিজম এবং সাসটেইনেবিলিটি ট্যুরিজমের উপর।”
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: পর্যটকদের জন্য বড় সুখবর, ৭-৯ ফেব্রুয়ারি সিটং ঘুরতে গেলেই মিলবে বাড়তি মজা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement