বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে এই ঘনজীবামৃত নিমেষেই তৈরি করতে পারবেন। তৈরি করতে লাগবে বেসন, ঝোলা গুড়, গোবর সার, গোমুত্র ও বন জঙ্গলের রাসায়নিক সার মিশ্রিত নেই এমন মাটি। এগুলো সমস্ত কিছু মিশিয়ে বেশ কয়েকদিন রেখে তারপর চাষের জমিতে প্রয়োগ করুন।
আরও পড়ুন:হাওয়াই মিঠাই দেখলেই খেতে মন চায়! কী করে তৈরি হয় এটি, বিক্রিতে আয়ই বা কত
advertisement
কৃষি বিশেষজ্ঞ অবেন দেবশর্মা জানান প্রচুর মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করায় জমির উর্বরতা শক্তি দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া রাসায়নিক সারের অত্যাধিক দাম যার ফলে চাষবাসের জন্য নিত্যদিন কৃষকদের লোনও নিতে হয়। এই পর্যায়ে কৃষকরা যদি পুরনো প্রাকৃতিক উপায় চাষবাস করে তবে রাসায়নিক সার ছাড়াই প্রাকৃতিক উপায় ভাল মানের ফসল পেতে পারে।
আরও পড়ুন:পুকুরে ডুব দিলেই সেরে যাচ্ছে চর্ম রোগ! কী আছে এই পুকুরে? জানালেন চিকিৎসক
মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে কীটপতঙ্গ পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি থেকে ফসলকে রক্ষা করবে ঘনজীবামৃত। এই ঘনজীবামৃত তৈরি করার ৪৮ ঘন্টা পর জমিতে দিতে পারবেন। এগুলো সকাল ও সন্ধ্যায় চাষের জমিতে প্রয়োগ করে তারপর আপনার পছন্দ মত ফসল লাগান। চাষের জমিতে ঘনজীবামৃত তৈরি করে ফসল উৎপাদন করলেই পাবেন ভাল মানের ফসল ও ফসল হবে দ্বিগুন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা