Uttar Dinajpur News: হাওয়াই মিঠাই দেখলেই খেতে মন চায়! কী করে তৈরি হয় এটি, বিক্রিতে আয়ই বা কত
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
Last Updated:
Uttar Dinajpur News: মেশিনের নিচে স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে তাপ দিতে হয়। মেশিনের ছোট্ট বাটির মধ্যে চিনি দেওয়ার পর হাত দিয়ে চরকা ঘোরাতে হয়। চিনি আগুনের তাপে গলে তা থেকে মাকড়সার জালের মতো সুতো তৈরি হয়।
উত্তর দিনাজপুর: দেখতে তুলোর মতো আর খেতেও মিষ্টি। মেশিন ঘুরলেই নিমিষেই তৈরি হয়ে যাচ্ছে রংবেরঙের এই হাওয়ায় মিঠাই। আর এই হাওয়াই মিঠাই বানিয়ে বছরের পর বছর সংসারের হাল ধরে চলছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা খগেন রায়। মেলায় মেলায় এই হাওয়াই মিঠাই বানিয়ে ভাল টাকা আয় করছেন খগেন বাবু।
খগেন বাবু জানান, গত পাঁচ বছর আগে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা খরচ করে তিনি হাওয়াই মিঠাইয়ের মেশিন কিনেছিলেন। এই হাওয়াই মিঠাই বানানোর জন্য কাঁচামাল দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা খরচ হতে পারে সেটা বিক্রির উপর নির্ভর করবে। এই হাওয়াই মিঠাই বানানোর মূল উপকরণই হলো স্পিরিট, চিনি, তেল আর হালকা রঙ। জানা যায়, এক কেজি চিনি দিয়ে ৫০ থেকে ৬০ টি হাওয়াই মিঠাই তৈরি করা যায়। আর এই হাওয়াই মিঠাইয়ের বাজার মূল্য ১০ টাকা।
advertisement
মেশিনের নিচে স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে তাপ দিতে হয়। মেশিনের ছোট্ট বাটির মধ্যে চিনি দেওয়ার পর হাত দিয়ে চরকা ঘোরাতে হয়। চিনি আগুনের তাপে গলে তা থেকে মাকড়সার জালের মতো সুতো তৈরি হয়। সেখান থেকে কেটে গোল গোল করতে হয়। একটা একটা মিঠাইয়ের চার ভাগের তিন ভাগই থাকে বাতাস।মাত্র ৫০ থেকে ৬০ টাকা খরচ করলেই সারাদিনে ৪০০ থেকে ৪৫০ টাকা লাভ করা সম্ভব এই হাওয়াই মিঠাই বিক্রি করে।
advertisement
advertisement
উল্লেখ্য, যুগের সঙ্গে তাল মেলাতে না পেরে বহু খাবার হারিয়ে গেলেও আজও গ্রাম বাংলায় হাওয়াই মিঠাইয়ের কদর একই রয়েছে। জানা যায় ১৫০০ সাল নাগাদ ইতালিতে খাবারটির প্রচলন হয়। ১৮৯৭ সালে উইলিয়াম মরিসন ও জন সি ওয়ারটন হাওয়াই মিঠাই তৈরির মেশিন আবিষ্কার করেন। ১৯০৪ সালে মরিসন ও ওয়ারটন তাঁদের আবিস্কৃত মেশিন নিয়ে যান সেন্ট লুইসের বিশ্ব মেলায়। মেলায়, প্রথম দিনেই ৬৮ হাজার ৬৫৫ বাক্স হাওয়াই মিঠাই বিক্রি হয়ে যায়। এর পর আর হাওয়া মিঠাইকে ফিরে তাকাতে হয়নি। তার কয়েক বছরের মধ্যে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে এই হাওয়াই মিঠাই।যুগের সঙ্গে তাল মিলিয়ে যত পরিবর্তনই আসুক না কেন রসনায়, গ্রাম বাংলার ছোট বড় বিভিন্ন মেলাতে আজও একই রকম চাহিদা রয়েছে এই হাওয়াই মিঠাইয়ের।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 1:07 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: হাওয়াই মিঠাই দেখলেই খেতে মন চায়! কী করে তৈরি হয় এটি, বিক্রিতে আয়ই বা কত