Viral Video: পুকুরে ডুব দিলেই সেরে যাচ্ছে চর্ম রোগ! কী আছে এই পুকুরে? জানালেন চিকিৎসক

Last Updated:

Viral Video: পুকুরে স্নান করলেই ঘটছে অবাক কাণ্ড! শুধুই কী ভক্তি নাকি রয়েছে বিজ্ঞান? জানুন চিকিৎসকের মত

+
title=

উত্তর দিনাজপুর:‘কাটমা মা পুকুর’-এর জলের আশ্চর্য ক্ষমতা । এই জলে স্নান করলেই রোগমুক্তি এমনটাই বিশ্বাস স্থানীয়দের। মানুষের বিশ্বাস দধিমোহন জিউ মন্দিরের সামনে অবস্থিত কাটমা মা পুকুরে ভক্তি ভরে স্নান করলে শরীরের সমস্ত চর্ম রোগ নিমিষেই দূর হবে। আর সেই কারণেই পুকুরে পুজো করে স্নান করতে লেগেই থাকে সাধারণ মানুষের ভীড়।উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত যোগীপুকুর গ্রাম। প্রায় শতাধিক বছরের পুরোনো এই কাটমা মায়ের পুকুরে প্রতিদিন মানুষের ভিড় লেগেই থাকে। তবে যদি কোনও মাসে পূর্ণিমা পড়ে তাহলে তো কথাই নেই। মানুষের ভিড় উপচে পড়ে।
স্থানীয় বাসিন্দা জানান, এই কাটমা মায়ের পুকুরে স্নান করলে শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়, এমনকি মানুষের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় । তাই প্রতিমাসে পূর্ণিমা উপলক্ষ্যে এই পুকুরের স্নান করতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। তবে এই ব্যাপারে বিশিষ্ট চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত বলেন, পুকুরের জলে স্নান করলে চর্মরোগ দূর হবে এমন বিজ্ঞানভিত্তিক তথ্য যদিও আমার জানা নেই, উপরন্ত আমরা জানি পুকুরের জলে স্নান করলে ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে।
advertisement
advertisement
তবে ভারতের বেশকিছু জায়গায় উষ্ণ প্রস্রবণগুলি রয়েছে যেখানে জলে মিনারেল, সালফার পাওয়া যায় ফলে শরীরের ত্বকের সমস্যা অনেকখানি দূর হয়। তবে সেক্ষেত্রে সেই পুকুরের জলে কোনরকম মিনারেল বা সালফার রয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যাই হোক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সুতরাং যদি আপনার কোন শারীরিক সমস্যা থাকে আর আপনার যদি মনে বিশ্বাস থাকে তাহলে একবার কাটমা মা পুকুরে ডুব দিয়ে দেখতে পারেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Video: পুকুরে ডুব দিলেই সেরে যাচ্ছে চর্ম রোগ! কী আছে এই পুকুরে? জানালেন চিকিৎসক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement