রবি বিশ্বকর্মা বলেন, “মালদহের সমস্ত যুবকদের হয়ে আমরা দুজন এই যাত্রা শুরু করছি। সাইকেল যাত্রায় আমাদের রাম মন্দিরের উদ্বোধন যেমন উদ্দেশ্য পাশাপাশি নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা দিতেই এমন পরিকল্পনা।”
আরও পড়ুন: কোচবিহারের ঐতিহ্য মদনমোহন বাড়ি! ঘুরে দেখে আসুন এই মন্দির
মালদহ থেকে অযোধ্যা প্রায় সাড়ে ৮০০ কিলোমিটার পথ। আগামী ২০ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়েছেন দুই যুবক। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানোর লক্ষ্যমাত্রা এই দুই যুবকের। যাত্রা শুরুর সময় তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর সাধারণ মানুষ।
advertisement
মালদহ থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা হয়ে উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়। রামের ছবি আঁকা পতাকার পাশাপাশি সাইকেলে রয়েছে ভারতের জাতীয় পতাকাও। অভিজিৎ বাসফোর বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের। তাই এই ঐতিহাসিক মুহূর্তে সেখানে উপস্থিত থাকতে সাইকেল নিয়ে যাত্রা শুরু করছি।”
মালদহ থেকে অযোধ্যা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তারা মাদক বিরোধী সমাজ গড়ার সচেতনাত ও করবেন। নেশা মুক্ত সমাজ গড়াও তাদের লক্ষ্য। তাই তারা বিভিন্ন জায়গায় এই বিষয়ে সচেতনতা শিবিরও করবেন সাধারণ মানুষকে পথে বোঝাবেন।
হরষিত সিংহ