দশমীর সন্ধ্যায় ধূপগুড়িতে দুর্ভোগ! ৪ মৃতদেহ নিয়ে সড়ক আটকে বিক্ষোভ, এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজট, ছুটলেন পুলিশকর্তারা

Last Updated:

Dhupguri Accident: বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। শুক্রবার মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবার ও স্থানীয় লোকজন। অবরোধের জেরে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দীর্ঘ যানজট তৈরি হয়।

ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃতদের দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃতদের দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: ধূপগুড়িতে পথদুর্ঘটনায় মৃতদের দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবার ও স্থানীয় লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পথ অবরোধের জেরে এশিয়ান হাইওয়ে ৪৮-এ দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি মহাকুমার পুলিশ আধিকারিক, আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী।
অবরোধকারীদের দাবি, দুর্ঘটনাস্থল অর্থাৎ রাস্তার সম্প্রসারণ করতে হবে। সেই সঙ্গে পথ বাতির ব্যবস্থা করতে হবে ও ট্রাফিক পুলিশ কর্মী মোতায়েন করতে হবে। যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা পথ অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ আলোচনার পর পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলতে রাজি হয় আন্দোলনকারীরা।
advertisement
আরও পড়ুনঃ বিসর্জনের বিষাদের মাঝেই মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ! মৃত্যু মহিলার, বাড়িতে কীভাবে এল বোমা? রহস্য
দশমীর আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় এশিয়ান হাইওয়ের পাশে একটি দোকানের সামনে প্রায় ১০-১২ জন বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনায় প্রথমে তিনজনের মৃত্যু হয়। পরে মৃত্যু হয় আরও একজনের। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দশমীর সন্ধ্যায় ধূপগুড়িতে দুর্ভোগ! ৪ মৃতদেহ নিয়ে সড়ক আটকে বিক্ষোভ, এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজট, ছুটলেন পুলিশকর্তারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement