অবরোধকারীদের দাবি, দুর্ঘটনাস্থল অর্থাৎ রাস্তার সম্প্রসারণ করতে হবে। সেই সঙ্গে পথ বাতির ব্যবস্থা করতে হবে ও ট্রাফিক পুলিশ কর্মী মোতায়েন করতে হবে। যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারা পথ অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ আলোচনার পর পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলতে রাজি হয় আন্দোলনকারীরা।
advertisement
আরও পড়ুনঃ বিসর্জনের বিষাদের মাঝেই মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ! মৃত্যু মহিলার, বাড়িতে কীভাবে এল বোমা? রহস্য
দশমীর আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় এশিয়ান হাইওয়ের পাশে একটি দোকানের সামনে প্রায় ১০-১২ জন বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনায় প্রথমে তিনজনের মৃত্যু হয়। পরে মৃত্যু হয় আরও একজনের। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন।