ঘটনাটি ঘটেছে এদিন সকালে মাদারিহাট এলাকার এশিয়ান হাইওয়েতে। শিলিগুড়িগামী একটি পাথরের গাড়ির সঙ্গে হাসিমারাগামী একটি লোহা বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন- ফুচকার মধ্যে আইসক্রিমের স্বাদ! অবাক করা ফুচকার টানেই ভিড় বাড়ছে এই দোকানে
এই ঘটনায় গাড়ির দুই চালক ঘটনাস্থলে মারা যান। মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করেছে। লরি দুটোকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, হাসিমারাগামী লরিটির কারণে এই দুর্ঘটনা।
advertisement
চালক বার বার ঘুমের ঘোরে যাচ্ছিলেন। তাকে অন্য গাড়ির চালকেরা সাবধান করেছিলেন। এমনকী তাঁকে বিশ্রাম নিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি কোনও কথা কানে না তুলে গাড়ি চালাতে থাকেন।
এদিকে হটাৎ করে অপর দিক থেকে শিলিগুড়িগামী গাড়ি এসে হর্ন দেয়। হাসিমারাগামী গাড়িটির চালক সেই সময় কী করবেন বুঝতে না পারায় দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার বিশাল আওয়াজে এলাকার বাসিন্দারা রাস্তায় আসেন। খবর দেওয়া হয় পুলিশে।
Annanya Dey