Ice-cream Fuchka: ফুচকার মধ্যে আইসক্রিমের স্বাদ! অবাক করা ফুচকার টানেই ভিড় বাড়ছে এই দোকানে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Ice-cream Fuchka: গরম পড়তেই ফুচকা খাওয়ার চাহিদা বেড়ে ওঠে অনেকটা। দুপুরের রোদে কিংবা সন্ধ্যার সময় বাইরে বেরোলেই ফুচকার দোকানে ভিড় করেন বহু মানুষ। তবে এবার জেলায় এল এক বিশেষ ধরনের আকর্ষণীয় স্বাদের ফুচকা।
কোচবিহার: গরম পড়তেই ফুচকা খাওয়ার চাহিদা বেড়ে ওঠে অনেকটা। দুপুরের রোদে কিংবা সন্ধ্যার সময় বাইরে বেরোলেই ফুচকার দোকানে ভিড় করেন বহু মানুষ। তবে এবার জেলায় এল এক বিশেষ ধরনের আকর্ষণীয় স্বাদের ফুচকা। কোচবিহারের সদর শহরের সাগরদিঘি চত্বরের একটি দোকানে বিশেষ আকর্ষণীয় এই ফুচকা পাওয়া যাচ্ছে। বিশেষ স্বাদের এই ফুচকার মধ্যে মিলছে ঠাণ্ডা আইসক্রিমের স্বাদ। সঙ্গে থাকছে টক জলের এক সুন্দর কম্বিনেশন। ফলে অনেকেই গরমের মধ্যে এই আইসক্রিম ফুচকা বেশ পছন্দ করছেন। অনেকেই আসছেন এই ফুচকার টানে।
দোকানের কর্নধার রানা সাহা জানান, “গরমের সময় বহু মানুষ আইসক্রিম খেতে পছন্দ করেন। আবার অনেকেই ফুচকার টক জলে গলা ভিজিয়ে স্বস্তি পান। এবার এই দুইয়ের কম্বিনেশনে তৈরি করা হচ্ছে এই বিশেষ ফুচকা। মূলত গরমের কারণেই এই ফুচকার কথা মাথায় আসে তাঁর। জেলায় অন্য কোথাও এই ফুচকা পাওয়া যেত না। তাই তিনি এই বিশেষ ফুচকা বিক্রি শুরু করেছেন। ইতিমধ্যেই গ্রাহকদের কাছ থেকে বেশ ভাল প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। সকলেই কমবেশি পছন্দ করছেন এই বিশেষ স্বাদের ফুচকা। এই ফুচকার টানে ভিড় হচ্ছে অনেকটাই।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “মাত্র ৬০ টাকা প্রতি প্লেট দামে বিক্রি হচ্ছে এই ফুচকা। এক প্লেট থাকছে মোট ৭টি আইসক্রিম ফুচকা। এছাড়াও থাকছে টক জলের এক সুন্দর কম্বিনেশন। ফলে সকলেই দারুণ প্রশংসা করছেন। এটি তৈরি করতে আলু সেদ্ধ, বিশেষ কিছু মশলা, কিশমিশ ও ঝুড়িভাজা এবং আইসক্রিম ব্যবহার করা হচ্ছে। থাকছে ভ্যানিলা, চকলেট এবং স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম।” দোকানের এক গ্রাহক প্রতিমা সরকার জানান, এই ফুচকা মুখে দিতেই দারুণ স্বাদ পাওয়া যাচ্ছে। ফুচকার মধ্যে আইসক্রিমের বিষয় জেলায় প্রথম।”
advertisement
বর্তমান সময়ে বেশ অনেকটাই চাহিদা তৈরি হয়েছে এই বিশেষ স্বাদের ফুচকার। সন্ধ্যের পর শহরের বহু মানুষ আসছেন এই বিশেষ ফুচকার স্বাদে মেতে উঠতে। বহু মানুষ তো আবার দূর-দূরান্ত থেকেও আসছেন। ছোট থেকে বড় প্রায় সকলেই এই বিশেষ স্বাদের ফুচকা খেয়ে প্রশংসা করছেন দোকানের। আগামীতে আরও নিত্যনতুন ধরনের ফুচকার কম্বিনেশন আনার ইচ্ছে রয়েছে এই দোকানের কর্নধারের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 18, 2025 5:07 PM IST