বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মী স্বাস্থ্যকর্মীরা সবাইকে বুঝিয়ে টিকা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে শুরু হয়েছে এই টিকা দেওয়ার কাজ। জেলার মধ্যে কালচিনি ব্লকে ২৫ হাজার মানুষ যক্ষা সম্ভাব্য রয়েছেন। ব্লক স্বাস্থ্য দফতর থেকে সমীক্ষার পর তা জানা গিয়েছে। তাঁদের টিকা দেওয়া হবে, এমনকি তাঁদের পরিবারের সদস্যদের দেওয়া হবে টিকা।
advertisement
আরও পড়ুন: বদলে গেল জঙ্গল সাফারির টিকিট বুকিংয়ের নিয়ম, না জানলে খালি হাতে ঘুরে আসতে হবে গ্যারান্টি
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, বর্তমানে গ্রামীণ হাসপাতাল থেকে টিকা দেওয়া হলেও পরবর্তীতে স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য সকলকে আধার কার্ড নিয়ে আসতে বলা হচ্ছে। নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের পর টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে ৬০ বছরের বেশি, ডায়বেটিস, মাদক ও ধূমপান সেবন করেন এমন ব্যক্তিদের যক্ষা সার্ভের আওতায় আনা হয়েছে।
কালচিনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডঃ শ্রীকান্ত মন্ডল জানান, “কালচিনি ব্লক চা বাগান এলাকা। এই এলাকায় যক্ষার রোগী বেশি। সেদিকটা আমাদের নজরে রয়েছে। বাগানে শিবির করার কথা রয়েছে। আর কেউ বাদ যাচ্ছে কি না সেই বিষয়টি দেখা হবে।”
Annanya Dey





