আরও পড়ুন: এবার অন্য নজির বৈভবের, ১৪ বছর বয়সে দেশের শিশু-কিশোরদের সর্বোচ্চ সম্মান পেলেন সূর্যবংশী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে প্রাতঃকর্ম সেরে বাড়ি ফেরার সময় বানারহাট স্টেশনের অদূরে রেললাইন পার হচ্ছিলেন জাভেদা বিবি। ওই সময় এনজেপি থেকে ডিব্রুগড়গামী প্যাসেঞ্জার ট্রেন দ্রুতগতিতে লাইনে প্রবেশ করে। সকাল থেকেই গোটা ডুয়ার্স অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে থাকায় দূর থেকে ট্রেনটি দেখতে পাননি তিনি।
advertisement
ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে অসাবধানতাবশত লাইনে উঠে পড়তেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা নবিউল শেখ বলেন, “সকাল থেকে এত কুয়াশা ছিল যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ চিৎকার শুনে সামনে গিয়ে দেখি রেললাইনের ধারে ছিন্নভিন্ন দেহ পড়ে রয়েছে।” দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা। তাঁরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
