খরচ সাপেক্ষ ভুটানের পর্যটন। তিন থেকে চারদিন ঘুরতে জন্য এলে পর্যটকদের খরচ হয় ৫০-৬০ হাজার টাকা। মধ্যবিত্ত পর্যটকদের কাছে ভুটান ভ্রমণ স্বপ্নের মতোই।করোনার কারণে ২০২০-২০২২ এর সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকে ভুটান গেট। এর ফলে জয়গাঁর পর্যটন ব্যবসা ক্ষতির মুখে পরে। জয়গাঁতে পর্যটনস্থল তেমন না থাকলেও ভুটানের কারণে পর্যটকরা আসেন এই এলাকায়। যার কারণে হোটেল ব্যবসা জমে উঠেছে এই শহরে।
advertisement
আরও পড়ুন: আর চাল দেবে না ভারত! ‘শত্রু এবার বন্ধু’ বাংলাদেশের! জানেন কোন দেশ থেকে চাল নেবে?
পাশাপাশি জয়গাঁর পর্যটন ব্যবসায়ীরা ভুটান পর্যটনে সহায়তা করেন পর্যটকদের।২০২২-২৩ সালে পর্যটক ভুটানে প্রবেশ করেনি এমনটা নয়। তবে শুধুই তা কিছুটা সময়ের জন্য। ফুন্টশোলিং শহর ঘুরে বেরিয়ে গিয়েছেন। ভুটান থেকে ঘুরেছিলেন ২০% পর্যটক। ২০২৪ সালে ফুন্টশলিং জেলাকে ট্যাক্স ফ্রি ঘোষণা করে ভুটানের পর্যটন দফতর। যারফলে ফুন্টশলিং শহরে থাকতে হলে দিতে হয় না ১২০০ টাকা করে এসডিএফ চার্জ। ফুন্টশোলিং থেকে ভুটান ঘুরতে পারছেন পর্যটকরা।
আরও পড়ুন: দমদমে উদ্ধার আস্ত ভল্লুক! সঙ্গে বাংলাদেশ যোগ! কলকাতায় যা ঘটল শুনলে ঘুম উড়ে যাবে
২০২৪ এর শেষের দিক থেকে ২০২৫ সাল শুরুতে বেড়েছে ভুটানে পর্যটক সংখ্যা। ৬০% পর্যটক আসছেন। এই বিষয়ে পর্যটন ব্যবসায়ী রাজ শা জানান, “পর্যটনে খরা কেটেছে। আমাদের ব্যবসা ভাল হচ্ছে। পর্যটনের সঙ্গে যারা যারা জড়িত তারা লাভবান হচ্ছেন।”





