খড়গপুর আইআইটি থেকে অংকের ‘গ্রাফ থিওরি’ নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের পর এবার পোস্ট ডক্টরেট জন্য শিব শংকর সাহা পাড়ি দেবেন ইজরায়েলে। আপাতত ১ বছরের চুক্তিতে ইজরায়েলের রমত গান শহরের বার-ইলন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা জন্য পাড়ি দেবেন মালদহের শিব শংকর সাহা। সেখানে বার-ইলন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আলেকজান্ডার গুটারম্যানের অধীনে পরামর্শমূলক গবেষণা এবং প্রশিক্ষণ নেবেন তিনি।
advertisement
ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র শিব শংকর সাহা। মালদহের গাজোল এইচএনএম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। এর পর কলকাতার যাদবপুর হাইস্কুলে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন বালিগঞ্জ সায়েন্স কলেজে। সেই কলেজ থেকে এমএসসি পাশ করার পর খড়গপুর আইআইটিতে পড়ার সুযোগ হয়। সেখানেই অংকের ‘গ্রাফ থিওরি’ নিয়ে পিএইচডি সম্পন্ন করার পর আরও উচ্চশিক্ষার জন্য সুযোগ হয়েছে বিদেশে পড়াশোনার।
আরও পড়ুন- হাতের কাজের প্রতি টুকটাক আগ্রহ…! হাওড়ার গৃহবধূ কোথা থেকে কোথায় পৌঁছে গেল… অভাবনীয়
তাঁর মা রুমা সাহা বলেন, “খুব কষ্ট করে সংসার করে ছেলে কে বড় করেছি। ওর বাবা আগে হাট বাজারে দোকান করত। এখন টোটো চালায়। ছেলের এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে।”
তাঁর বাবা কালিপদ সাহা বলেছেন, “আগে শুনতাম ধনীদের ছেলে-মেয়েরা বিদেশে পড়াশোনার সুযোগ পায়। আমি টোটো চালক। নিজের ছেলেকে এই জায়গায় দেখে খুব গর্বিত অনুভব হচ্ছে।\”
উচ্চশিক্ষায় অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে ভিন দেশে পাড়ি দেবে মালদহের শিব শংকর সাহা। টোটো চালকের ছেলের এমন সাফল্য অনুপ্রেরণা যোগাবে জেলার মেধাবী পড়ুয়াদের।
-জিএম মোমিন