মৃত শ্রমিকদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় আজমীর মোমিন (৩২), সিন্টু মোমিন (৩৫) ও মোবারক নাদাবের (৩২)। সন্ধেয় ঘটনাটি প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েন মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকেরা। ভিন রাজ্যে কাজে গিয়ে মালদহে একের পর এক পরিযায়ীর মৃত্যুতে উদ্বিগ্ন প্রশাসনের কর্তারা। মৃত এক শ্রমিকের দাদা আকরামুল হোসেন বলেন, পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। তাই ভিন রাজ্যে কাজে গিয়েছিল। টাওয়ার শ্রমিকের কাজে গিয়েছিল আমার ভাই সহ আরও কয়েকজন। গতকাল আমরা খবর পেলাম টাওয়ার ভেঙে দূর্ঘটনা ঘটেছে। আমার ভাই সহ তিন জন মারা গিয়েছে। তাঁদের দেহ বাড়ি নিয়ে আসা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত পারেনি, ব্লক পারেনি! দেড় লাখ টাকায় এই কাজ করে দেখালেন শিক্ষক ও তাঁর বন্ধুরা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের ইংরেজবাজার ব্লকের অমৃতির সোনাতলা গ্রামের বাসিন্দা আজমীর এবং সিন্টু এবং ফুলবাড়িয়ার নতুন নঘরিয়ার মোবারক প্রায় ১৫ দিন আগে বিদ্যুতের টাওয়ারের কাজে মধ্যপ্রদেশে গিয়েছিলেন। মধ্যপ্রদেশের সীধী জেলার আমদাদ গ্রামে তাঁরা কাজ করছিলেন। এদিন কাজ চলাকালীন হঠাৎ একটি টাওয়ারটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় ওই টাওয়ারের নীচে মৃত এই তিন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের উপরে পড়ে যায় টাওয়ারের ভাঙা অংশ। ঘটনাস্থলেই আজমীর ও মোবারক এবং স্থানীয় হাসপাতালে সিন্টুর মৃত্যু হয়। মৃত শ্রমিকদের দেহ বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের কর্তারা মৃত শ্রমিকদের পরিবারের পাশে রয়েছেন। এদিন সকালে প্রশাসনের প্রতিনিধি দল গ্রামে গিয়ে দেখা করেন শোকাহত পরিবারগুলির সঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
হরষিত সিংহ






