TRENDING:

Cooch Behar News: ঝিনুক কুড়াতে যাওয়াই কাল! মুহূর্তে নদীতে তলিয়ে গেল তিন শিশু, মামার বাড়ির সব আনন্দ পরিণত হল শোকে

Last Updated:

ধরলা নদীর মধ্যেই তলিয়ে মৃত্যু হল তিনজন শিশুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা: মামার বাড়িতে এসে নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে আচমকাই সব শেষ। মুহূর্তেই ধরলা নদীর মধ্যেই তলিয়ে মৃত্যু হল তিন শিশুর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নং ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার হাসানের ঘাট এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। পরবর্তী সময়ে খবর পাঠানো হয় মাথাভাঙা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে মাথাভাঙা মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
নদীর ধারে ভিড় সাধারণ মানুষের
নদীর ধারে ভিড় সাধারণ মানুষের
advertisement

স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এদিন বিকেল নাগাদ তিনজন শিশু ধরলা নদীতে ঝিনুক কুড়োতে যায়। তারপর আচমকাই তিনজন শিশু জলে ডুবে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করার চেষ্টা করলে দু’জন ঘটনাস্থলেই মারা যায়। একজনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানের চিকিৎসক তাঁকে মৃত বলে জানিয়ে দেন। মৃত তিন শিশুর নাম সুস্মিতা অধিকারী, আকাশ অধিকারী এবং অঙ্কিত বর্মন। সকলের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। ঘটনায় মৃতের পরিবার কান্নায় ভেঙে পড়েছে।”

advertisement

আরও পড়ুন: ৪৩১ থেকে কমে ৩৫০! ছোট্ট কিছু টোটকাতেই জেলায় কমে গেল পথদুর্ঘটনা!

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, “সুস্মিতা অধিকারী, আকাশ অধিকারী দু’জনেই ভাই-বোন তাঁরা এসেছিলেন মামার বাড়িতে ঘুরতে। সেখানে মামাতো ভাই অঙ্কিত বর্মনের সঙ্গে তাঁরা সঙ্গে ধরলা নদীতে ঝিনুক কুড়োতে আসে। তারপর আচমকাই জলে ডুবে যায় তিনজন। দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একজনকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু ঘটে। বর্তমানে তিনটি দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।”

advertisement

আরও পড়ুন: শহরের রাস্তায় ঘুরছে এই দোকান! দোকান দেখলেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ

মামার বাড়িতে ঘুরতে এসে এভাবে মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের মানুষেরা। একই পরিবারের দুই শিশুর মামার বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: ঝিনুক কুড়াতে যাওয়াই কাল! মুহূর্তে নদীতে তলিয়ে গেল তিন শিশু, মামার বাড়ির সব আনন্দ পরিণত হল শোকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল