Viral Moveable Shop: শহরের রাস্তায় ঘুরছে এই দোকান! দোকান দেখলেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Sarthak Pandit
Last Updated:
এই দোকানের নাম চলন্ত এক্সপ্রেস! তবে এটা কোনও ট্রেন নয়।
কোচবিহার: জেলা সদর শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি বিশেষ দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা মিলছে এই বিশেষ দোকানের। দোকানটি নিয়ে একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন এলাকায়। ভাবছেন কিসের এই দোকান?
এই দোকানের নাম আবার চলন্ত এক্সপ্রেস! তবে এটা কোনও ট্রেন নয়। এটা আসলে একটি ভ্রাম্যমাণ মিষ্টির দোকান। যদিও বহু মানুষ এই দোকানে নাম দিয়েছেন ‘দুয়ারে মিষ্টি’। দোকানে পাওয়া যাচ্ছে রকমারি সুস্বাদু সমস্ত মিষ্টি। তাই তো এই দোকান দেখলেই ভিড় জমছে বহু মানুষের।
দোকানের বিক্রেতা সুখেশ দত্ত জানান, “সদর শহরের এক প্রসিদ্ধ মিষ্টির দোকানের উদ্যোগে শুরু হয়েছে এই ভ্রাম্যমাণ মিষ্টির দোকান। এখানে পাওয়া যাচ্ছে রকমারি সুস্বাদু সমস্ত মিষ্টি। মিষ্টির দাম শুরু হচ্ছে ১০ টাকা থেকে। মিষ্টির সর্বোচ্চ দাম ২৫ টাকা পর্যন্ত। চলতি পথে মিষ্টি খেতে মন চাইলে অথবা মিষ্টি কিনতে ইচ্ছে করললে চিন্তা নেই। আছে তো এই বিশেষ দোকান। জেলা সদর শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় এই মিষ্টির দোকান নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। সহজেই এখান থেকে মিষ্টি কিনতে পারবেন।”
advertisement
advertisement
মিষ্টির দোকানের এক গ্রাহক অভিজিৎ দাস জানান, “জেলা শহরে একাধিক প্রসিদ্ধ মিষ্টির দোকান রয়েছে। তবে ভ্রাম্যমাণ এই মিষ্টির দোকান থাকায় অনেকটাই সুবিধা হয়েছে বহু মানুষের। চলতি পথেই মিষ্টি খাওয়া থেকে শুরু করে মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যাওয়া অনেকটাই সহজ হয়েছে। বর্তমান সময়ে জেলার রাস্তায় এই মিষ্টির দোকান অনেকটাই ভাইরাল। বহু মানুষ এই ভ্রাম্যমাণ দোকানের মিষ্টি খেতে দারুণ পছন্দ করে থাকেন। তিনিও প্রায়শই এই দোকান থেকেই মিষ্টি কিনে খেয়ে থাকেন। আবার কিছু সময় বাড়িতেও নিয়ে যান। এতে দোকান পর্যন্ত যাওয়ার দরকার পড়ে না।”
advertisement
যদিও এই দোকান শুরু করা হয়েছিল ২০১৭ সাল থেকে। তবে করোনার পরর্বতী সময় থেকে প্রচার বাড়ে এই ভ্রাম্যমাণ মিষ্টির দোকানের। জেলা শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ালেও, বিকেলের সময় এই মিষ্টির দোকান থেকে সাগরদিঘি চত্বরে। জেলার বহু পর্যটকও এই দোকানের থেকে মিষ্টি কিনে খেতে দারুণ পছন্দ করে থাকেন। তাই তো বর্তমান সময় জেলার মধ্যে বেশ অনেকটাই ভাইরাল এই বিশেষ ভ্রাম্যমাণ মিষ্টির দোকান।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 5:47 PM IST
