Road Safety: ৪৩১ থেকে কমে ৩৫০! ছোট্ট কিছু টোটকাতেই জেলায় কমে গেল পথদুর্ঘটনা!

Last Updated:

জেলায় সড়ক দুর্ঘটনার মাত্রা কমিয়ে আনা সম্ভব হয়েছে ছোট্ট কিছু টোটকাতে।

+
ট্রাফিক

ট্রাফিক পুলিশের চেকিং

কোচবিহার: বিগত বছরে জেলার সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়ে উঠেছিল অনেকটাই। তারপর সড়ক দুর্ঘটনা রুখতে রীতিমত তৎপর হয়ে ওঠে জেলা পুলিশের কর্মকর্তা। শুরু হয় একাধিক এলাকায় ট্রাফিকের রোড সেফটি অভিযান। হেলমেট বিহীন চালকদের, সিটবেল্ট না লাগিয়ে গাড়ি চালানো চালকদের করা হয় ট্রাফিকের ফাইন। এছাড়াও সকল চালকদের সতর্ক করা হয় মদ্যপান করে গাড়ি না চালানোর জন্য। বাইক আরোহীদের সতর্ক করা হয়েছে হেলমেট ব্যবহার করার জন্য। বর্তমানে তাই জেলার সড়ক দুর্ঘটনার মাত্রা কমিয়ে আনা সম্ভব হয়েছে অনেকটাই।
কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, “বিগত বছরে জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৩১টি। তবে চলতি বছরে সেই সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ৩৫০টি। এছাড়া সড়ক দুর্ঘটনার ফলে মৃত্যু হার কমেছে প্রায় ১৫ শতাংশ। এছাড়া গড়পড়তা সড়ক দুর্ঘটনার হার কমেছে প্রায় ১৯ শতাংশ। ফলে অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে সড়ক দুর্ঘটনা। মূলত সড়ক দুর্ঘটনার মূল কারণগুলিকে শনাক্ত করে, সেগুলি ঠিক করার কাজ করা হয়েছে। এছাড়া যান চালকদের সতর্ক করার পাশাপশি একাধিক নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “বাইক চালকদের ও আরোহীদের জীবনের কথা মাথায় রেখে হেলমেট ব্যবহার করা। এছাড়া গাড়ির চালকদের উচিত সিট বেল্ট ব্যবহার করা। এতে দুর্ঘটনার ফলে মৃত্যুর আশঙ্কা কমানো সম্ভব। এছাড়া যান চালানোর সময় মদ্যপান করা উচিত নয়। তবে দুর্ঘটনা অনেকটাই আটকানো সম্ভব। সবসময় স্পিড লিমিটেই যান চালানো উচিত। এছাড়া একাধিক জায়গায় ট্রাফিক সিগন্যাল ও স্পিড ব্রেকার বসানো হয়েছে।” শহরের এক বাইক আরোহী বিজয় রায় জানান, “যান চালানোর সময় অবশ্যই ট্রাফিক আইন মেনে যান চালানো উচিত। এছাড়া ট্রাফিক পুলিশের এই সকল উদ্যোগ অনেকটাই সাধুবাদের যোগ্য।”
advertisement
আরও পড়ুন: দোকান খুলতে না খুলতেই ভাইরাল! বিরিয়ানি থেকে সস্তায় ফিউশন খাবার খেতে হলে জানুন
জেলা পুলিশের একাধিক রোড সেফটি সতর্কতামূলক অভিযান হয়েই চলেছে প্রতিনিয়িত। ফলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। এতে বহু মানুষের প্রাণ রক্ষা হয়েছে। এছাড়াও জেলার মানুষের মধ্যে যান চালানোর ক্ষেত্রে অনেকটাই সতর্কতা এসেছে। আগামীদিনে এই কারণে হয়তো সড়ক দুর্ঘটনা আরও অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যাঁরা এখনও সতর্ক হয়ে ওঠেননি, তাঁদের অবিলম্বে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Safety: ৪৩১ থেকে কমে ৩৫০! ছোট্ট কিছু টোটকাতেই জেলায় কমে গেল পথদুর্ঘটনা!
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement