Viral Fast Food Shop: দোকান খুলতে না খুলতেই ভাইরাল! বিরিয়ানি থেকে সস্তায় ফিউশন খাবার খেতে হলে জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Viral Fast Food Shop: জেলা কোচবিহারের এক নতুন ফাস্টফুডের দোকান বেশ অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে। দোকানে রয়েছে একাধিক ফিউশনাল ফাস্টফুড। জানুন
কোচবিহার: শীতের সন্ধ্যে বেলায় ফাস্টফুডের আমেজে ডুবে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। আবার যদি সেই ফাস্টফুড হয় ফিউশনাল ফাস্টফুড তবে তো আড্ডা জমে যায় অনেকটা। এবার জেলা কোচবিহারের এক নতুন ফাস্টফুডের দোকান বেশ অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে। দোকানে রয়েছে একাধিক ফিউশনাল ফাস্টফুড। এছাড়াও দোকানের বেশিরভাগ খাবারের দাম রয়েছে একেবারে সকলের সাধ্যের মধ্যেই। তাই তো এই দোকান জেলা শহরের বহু মানুষের কাছে পছন্দের হয়ে উঠেছে স্বল্প সময়ের মধ্যেই।
দোকানের দুই গ্রাহক শুভম সাহা এবং উৎসব বণিক জানান, “শহরে প্রচুর ফাস্টফুডের দোকান রয়েছে। তবে এই ধরনের একটু অন্য রকম খাবার সেই দোকান গুলিতে পাওয়া যায় না। এছাড়া দোকান গুলিতে দাম অনেকটাই বেশি দিতে হয়। তাই এই দোকান সকলের কাছে পছন্দের হয়ে উঠেছে। দোকানের বিভিন্ন ফিউশন রেসিপি গুলি দোকানের বেশিরভাগ গ্রাহকের কাছেই পছন্দের। এছাড়া দাম অনেকটাই কম, একেবারে সকলের সাধ্যের মধ্যে। সবচেয়ে বিশেষ আকর্ষণের বিষয় হচ্ছে এই দোকানের দম বিরিয়ানি। যা একেবারে ব্যারাকপুর স্ট্যাইলে তৈরি করা হচ্ছে। তবে সেটার দামও অনেকটাই কম রাখা হয়েছে এখানে।”
advertisement
advertisement
দোকানের কর্ণধার শুভম পাল জানান, “তিনি পেশাগত ভাবে একজন গ্রাফিক্স ডিজাইনার। তবে দীর্ঘ সময় আগে থেকেই তাঁর খাবার তৈরি ও রান্নার প্রতি দারুণ ঝোঁক। আর এই কারণেই তিনি তৈরি করেছেন এই ফাস্টফুড দোকান। যাতে শহরের মানুষের কাছে নতুন ধরনের কিছু খাবারের স্বাদ তুলে ধরতে পারেন। দোকানের শুরুর সময় থেকেই দোকান বেশ অনেকটাই পছন্দ করছেন বহু মানুষ। বিশেষত দোকানের বিরিয়ানি অনেকটাই বিক্রি হচ্ছে। অনেকটা দূরের মানুষ পর্যন্ত এসে প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। বহু মানুষের কাছে স্বল্প সময়ের মধ্যে তিনি অনেকটা ভালবাসা পেয়েছেন।”
advertisement
জেলার প্রতিদিন বহু ফাস্টফুডের দোকান শুরু হয় ঠিকই। তবে এই ধরনের বিশেষ কিছু দোকান গ্রাহকদের মন অনেকটাই আকর্ষণ করে থাকে। বিশেষত যদি দোকানে থাকে আকর্ষণীয় খাবারের সমস্ত মেনু। এছাড়াও খাবারের দাম যদি থাকে সকলের সাধ্যের নাগালের মধ্যে। তবে সেই দোকান দ্রুত ভাইরাল হয়ে ওঠে। বর্তমান সময়ে এই দোকানের ভাইরাল হয়ে ওঠার বিষয়টি একই রকম। যদিও গ্রাফিক্স ডিজাইনারের পেশা ও রান্না দুটোই ভিন্ন জগত। তবুও তাঁর প্রতিভার কারণেই দ্রুত জনপ্রিয়তা লাভ করছেন তিনি অনেকটাই।
advertisement
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2024 9:44 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Fast Food Shop: দোকান খুলতে না খুলতেই ভাইরাল! বিরিয়ানি থেকে সস্তায় ফিউশন খাবার খেতে হলে জানুন