২০২১ সালে বাড়ির চরম আর্থিক সঙ্কট ও অসুস্থ বাবার চিকিৎসার জন্য ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দেন ডিমডিমা চা বাগানের শান্তিপাড়া এলাকার যুবক সুভাষ খড়িয়া। বাবা বারনাও খড়িয়া ও মা মেরি খড়িয়া দু’জনেই চা বাগানের শ্রমিক। কিন্তু চা বাগানের অনিয়মিত মজুরি ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে বাকি সব পরিবারের মত এই পরিবারটি চরম অভাবের মধ্যে পড়ে। সেই পরিস্থিতি সামাল দিতেই ভিন রাজ্যে জীবিকার খোঁজে পাড়ি দেন সুভাষ।
advertisement
জীবনের লড়াইয়ে আরও বড় ধাক্কা খেতে হয় তাকে। এক সড়ক দুর্ঘটনায় তিনি একটি পা হারান। সে সময় তাকে কাজে রাখতে কেউ চায়নি। বাধ্য হয়ে ফিরে আসেন নিজের গ্রামে। সেই থেকে নিজে স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি।এখন একটি পা ছাড়া সাইকেল চালিয়ে তাক লাগিয়ে দেন তিনি। এক পা দিয়ে স্বাভাবিকভাবে তাকে সাইকেল চালাতে দেখে অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন এলাকাবাসীরা। এই সাইকেল চালিয়েই তিনি নিত্যদিনের কাজ করছেন।
আরও পড়ুন-সব শেষ! বাবার পর এবার মা…, মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন বনি-অনিলরা, আবেগঘন পোস্ট ভাইরাল
সুভাষ খড়িয়া জানিয়েছেন, ‘আমি একটা স্বাভাবিক জীবন চাই। কেউ কাজে নিলে আমাকে এই পরিস্থিতি দেখেই রাখবে। প্রতিবন্ধকতাকে জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সুভাষের পরিবারের সদস্যরা চাইছেন একটি আর্টিফিশিয়াল পা। এই কৃত্রিম পা থাকলে তিনি আবার কাজ করতে পারবেন, সংসারের হাল ধরতে পারবেন।
Annanya Dey