Death News: সব শেষ! বাবার পর এবার মা..., মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন বনি-অনিলরা, আবেগঘন পোস্ট ভাইরাল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Death News: মা নির্মল কাপুরের মৃত্যুর কয়েক ঘণ্টা পরে, বনি কাপুর একটি আবেগঘন বিবৃতি জারি করেন।
মুম্বই: প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা অনিল কাপুর, বনি কাপুর, সঞ্জয় কাপুরের মা নির্মল কাপুর৷ গতকাল অর্থাৎ ২ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মল কাপুর৷ মা নির্মল কাপুরের মৃত্যুর কয়েক ঘণ্টা পরে, বনি কাপুর একটি আবেগঘন বিবৃতি জারি করেন। তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন৷
বনি কাপুর পোস্টে লেখেন- ‘২০২৫ সালের ২রা মে, তিনি শান্তিপূর্ণভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চারজন নিবেদিতপ্রাণ সন্তান, স্নেহময় পুত্রবধূ, একজন যত্নশীল জামাই, এগারোজন নাতি-নাতনি, চারজন প্রপৌত্র-প্রপৌত্র এবং জীবনের এক অমূল্য স্মৃতি রেখে পূর্ণ ও আনন্দময় জীবনযাপন করেন।’
advertisement
advertisement
advertisement
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাঁর উদার চেতনা এবং সীমাহীন ভালবাসা তাদের সকলকে স্পর্শ করেছে যারা তাকে চিনত। তিনি আমাদের হৃদয়ে থাকবেন চিরকাল , চিরদিনের জন্য মিস করব । বনি, অনিল, রীনা, সঞ্জয়, সুনিতা, সন্দীপ, মহীপ, মোহিত, অক্ষয়, সোনম, অর্জুন, রিয়া, হর্ষবর্ধন, অংশুলা, জাহ্নবী, অনায়ানা, অনায়ানা, জাহ্নবী, অনির্বাণ। করণ থিয়া, বায়ু, আয়রা, যুবান,’এটি যোগ করেছে। বনি কাপুর এই বিবৃতিটি শেয়ার করেছেন এবং ক্যাপশন লিখেছেন, ‘মা’।
advertisement
প্রয়াত প্রযোজক সুরিন্দর কাপুরের স্ত্রী নির্মল কাপুর ছিলেন কাপুর পরিবারের কর্ত্রী। ইন্ডাস্ট্রিতে তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন এবং বছরের পর বছর ধরে প্রায়শই কাপুর পরিবারের সমাবেশ এবং উদযাপনে তাকে দেখা যেত। নির্মল কাপুরের মৃত্যুর পর, রানি মুখার্জি, অনুপম খের, জাভেদ আখতার এবং রাজকুমার সন্তোষী-সহ বেশ কয়েকজন বলিউড তারকা তার বাসভবনে সমবেদনা জানাতে এসেছিলেন। জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়া তাকে সান্ত্বনা দিচ্ছেন এমন একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। নির্মল কাপুরের শেষকৃত্য ৩ মে সকাল ১১:৩০ মিনিটে পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 2:00 PM IST