শহরের একঝাঁক যুবক, যুবতী এই প্রস্তুতির কাজে নিজেদের নিযুক্ত করেছেন। এবারে তাঁদের হ্যালোইনের থিম জম্বি ভাইরাস। আলিপুরদুয়ার শহরে হঠাৎ করে জম্বি চলে এলে তার প্রেক্ষাপট কেমন হবে তাই দেখানো হবে ভূত চতুর্দশীতে।
আরও পড়ুনঃ বন্যার পর নতুন আতঙ্ক ধূপগুড়িতে! পুকুরে ‘অজানা জন্তুর’ আনাগোনা, কুমির নাকি…! ভয়ে ঘুম উড়েছে গ্রামবাসীর
advertisement
আয়োজকদের কথা অনুযায়ী, এখন বিভিন্ন স্থানে হ্যালোইন জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। আলিপুরদুয়ারে সেভাবে পালিত হয় না। তবে কিছু বছরের মধ্যে এই উৎসব জনপ্রিয় হবে বলে তাঁদের ধারণা। হ্যালোইনের কথা মাথায় রেখে হোলির সময় ভূতের মুখোশ কিনে রাখেন তরুণ, তরুণীরা।
বাঙালি এবং ভূত দেখা নিয়ে নানান গা ছমছমে কাহিনী রয়েছে। ভূতের গল্প কোনও আড্ডায় শুরু হলে তা জমে যায়। বিখ্যাত লেখকরা ভূতের গল্পের বই লিখেছেন। এছাড়াও আজকাল ভূতের ওয়েব সিরিজ, টিভি সিরিয়াল তো রয়েছে। এবছর ভূত চতুর্দশী শুরু হচ্ছে ১৯ অক্টোবর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে। ওইদিন বিকেলে দিতে হয় চোদ্দ প্রদীপ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলিপুরদুয়ার শহরে হ্যালোইনের এই অনুষ্ঠানে প্রবেশপথের মুখে থাকবে জম্বি সম্পর্কিত কাট আউট। বাঁশ, ফোম, আর্ট পেপার, রং দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে থিমটি। কস্টিউম প্রতিযোগিতা, ট্রেজার হান্ট প্রতিযোগিতা থাকবে বলে জানালেন আয়োজক সাগর গোস্বামী।