Leopard Death: বন্যপ্রাণীদের করিডর দিয়ে হুশ হুশ করে যাচ্ছে গাড়ি, সজোরে ধাক্কা...! ছিটকে পড়ল লেপার্ড, বহু চেষ্টাতেও বাঁচল না প্রাণ

Last Updated:

Leopard Death in Madarihat: তোর্সা ও হলং নদীর মাঝে রয়েছে বন্যপ্রাণীদের করিডর। এই পথ দিয়েই চলাচল করে প্রাণীরা। সেখানেই গতির বলি পূর্ণবয়স্ক লেপার্ড। রাস্তা পার হবার সময় দ্রুত গতির গাড়ির ধাক্কায় লেপার্ডটি মারা যায়।

মাদারিহাটে গাড়ির ধাক্কায় লেপার্ডের মৃত্যু
মাদারিহাটে গাড়ির ধাক্কায় লেপার্ডের মৃত্যু
মাদারিহাট, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: ফের গতির বলি বন্যপ্রাণ। রাস্তা পারাপার করতে গিয়েই ঘটল দুর্ঘটনা। দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একটি পূর্ণবয়স্ক চিতা বাঘের। বুধবার ঘটনাটি ঘটেছে মাদারিহাট সংলগ্ন তোর্সা ব্রিজ এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর।
তোর্সা ও হলং নদীর মাঝে রয়েছে বন্যপ্রাণীদের করিডর। এই পথ দিয়েই চলাচল করে প্রাণীরা। আর সেখানেই গতির বলি হতে হল পূর্ণবয়স্ক লেপার্ডকে। জানা যাচ্ছে, রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি লেপার্ডটিকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম হয় প্রাণীটি। দ্রুত স্থানীয়রা খবর দেন বনদফতরে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু সবরকম চেষ্টাই ব্যর্থ হয়।
advertisement
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের বুনো জন্তুর হদিস কোচবিহারে! কীভাবে জেলা বদল গন্ডারের? ‘ঘরে’ ফিরিয়ে নজির গড়ল জলদাপাড়া জাতীয় উদ্যান
বনদফতরের কর্মীরা লেপার্ডটির মৃত্যু নিশ্চিত করেছে। তবে ঘাতক গাড়িটিকে এখন চিহ্নিত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর। জলদাপাড়া এডিএফও রবিকান্ত ঝাঁ জানান, তোর্সা ও হলং নদীর মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। লেপার্ডটির মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্যোগ কাটিয়ে সেরে উঠছে উত্তরবঙ্গ! এরই মাঝে জলদাপাড়ায় আহত গণ্ডারের খোঁজ, গাছের নীচে…! কীভাবে প্রাপ্তবয়স্কের পায়ে চোট?
আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদার এই ঘটনার তীব্র নিন্দা করেন। প্রশাসন এবং বন কর্তৃপক্ষের কাছে তিনি দাবি জানান, ‘ওই অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হোক। এবং যানবাহনের গতি নির্দিষ্ট সীমা অবধি বাধা হোক। আর তা যদি না করা হয় আগামী দিনে বারবার এই ঘটনা দেখতে হবে আমাদের। তাতে পরিবেশ, অভয়ারণ্য এবং বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হবে’।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Death: বন্যপ্রাণীদের করিডর দিয়ে হুশ হুশ করে যাচ্ছে গাড়ি, সজোরে ধাক্কা...! ছিটকে পড়ল লেপার্ড, বহু চেষ্টাতেও বাঁচল না প্রাণ
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement