Alipurduar: দুর্যোগ কাটিয়ে সেরে উঠছে উত্তরবঙ্গ! এরই মাঝে জলদাপাড়ায় আহত গণ্ডারের খোঁজ, গাছের নীচে...! কীভাবে প্রাপ্তবয়স্কের পায়ে চোট?

Last Updated:
Rhino: দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক পথে ফিরছে জলদাপাড়ার প্রাণীকুল। এরই মাঝে সোমবার এক অসুস্থ গণ্ডারের দেখা মিলল মাদারিহাটের রাস্তায়। অসুস্থ গণ্ডারটিকে দেখে জলদাপাড়া বনবিভাগে খবর দেন এলাকাবাসী।
1/5
দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক পথে ফিরছে জলদাপাড়ার প্রাণীকুল। কিন্তু তাঁদের শরীরে ও মনে এখনও রয়েছে ক্লান্তির ছাপ, আতঙ্ক। কোনও কোনও প্রাণী আহত রয়েছে। এমনই এক অসুস্থ গণ্ডার দেখতে পাওয়া গেল মাদারিহাটের রাস্তায়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক পথে ফিরছে জলদাপাড়ার প্রাণীকুল। কিন্তু তাঁদের শরীরে ও মনে এখনও রয়েছে ক্লান্তির ছাপ, আতঙ্ক। কোনও কোনও প্রাণী আহত রয়েছে। এমনই এক অসুস্থ গণ্ডার দেখতে পাওয়া গেল মাদারিহাটের রাস্তায়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
এদিন পথচলতি মানুষেরা গণ্ডারটিকে মাদারিহাটের রাস্তার পাশে জঙ্গলে দেখেছেন। তাঁদের কথা অনুসারে গণ্ডারটি গাছের নিচে বসেছিল। তাঁর পায়ে আঘাত ছিল। পাশাপাশি গণ্ডারটি প্রাপ্তবয়স্ক ছিল।
এদিন পথচলতি মানুষেরা গণ্ডারটিকে মাদারিহাটের রাস্তার পাশে জঙ্গলে দেখেছেন। তাঁদের কথা অনুসারে গণ্ডারটি গাছের নিচে বসেছিল। তাঁর পায়ে আঘাত ছিল। পাশাপাশি গণ্ডারটি প্রাপ্তবয়স্ক ছিল।
advertisement
3/5
এলাকাবাসীরা এদিন অসুস্থ গণ্ডারটিকে দেখে জলদাপাড়া বনবিভাগে খবর দেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির মুখে পরে জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের পাশাপাশি ক্ষতির মুখ দেখেছে এলাকাবাসী ও বন্য জীবজন্তুরা। 
এলাকাবাসীরা এদিন অসুস্থ গণ্ডারটিকে দেখে জলদাপাড়া বনবিভাগে খবর দেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির মুখে পরে জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের পাশাপাশি ক্ষতির মুখ দেখেছে এলাকাবাসী ও বন্য জীবজন্তুরা।
advertisement
4/5
শিসামারা নদীর জল, হলং নদীর জল ফুলেফেঁপে ওঠে এলাকায়। বাঁধ ভেঙে সেই জল জঙ্গলে প্রবেশ করে। অনেক বন্যপ্রাণী নদীর জলে তলিয়ে গিয়েছে। কোন চিহ্ন পাওয়া যায়নি তাদের। 
শিসামারা নদীর জল, হলং নদীর জল ফুলেফেঁপে ওঠে এলাকায়। বাঁধ ভেঙে সেই জল জঙ্গলে প্রবেশ করে। অনেক বন্যপ্রাণী নদীর জলে তলিয়ে গিয়েছে। কোন চিহ্ন পাওয়া যায়নি তাদের।
advertisement
5/5
যদিও বন্যপ্রাণীগুলির উদ্ধারকাজ চালাচ্ছে বনদফতরের কর্মীরা। এদিন আহত গণ্ডারটিকে দেখে এলাকাবাসী-সহ পথচারীরা বুঝতে পারেন এরকম আরও অনেক বন্যপ্রাণী রয়েছে যারা অসুস্থ। বনবিভাগের কাছে তাঁদের সুস্থতা কামনা করেছেন তারা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
যদিও বন্যপ্রাণীগুলির উদ্ধারকাজ চালাচ্ছে বনদফতরের কর্মীরা। এদিন আহত গণ্ডারটিকে দেখে এলাকাবাসী-সহ পথচারীরা বুঝতে পারেন এরকম আরও অনেক বন্যপ্রাণী রয়েছে যারা অসুস্থ। বনবিভাগের কাছে তাঁদের সুস্থতা কামনা করেছেন তারা। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
advertisement
advertisement