Rhino Rescue: আলিপুরদুয়ারের বুনো জন্তুর হদিস কোচবিহারে! কীভাবে জেলা বদল গন্ডারের? 'ঘরে' ফিরিয়ে নজির গড়ল জলদাপাড়া জাতীয় উদ্যান

Last Updated:

Jaldapara Rhino Rescue: ৫ অক্টোবর উত্তরবঙ্গে বন্যার পরে আট দিনে ৯টি গন্ডার উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে নজির গড়ল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। মঙ্গলবার ফের তোর্সায় ভেসে যাওয়া এক গন্ডারকে উদ্ধার করল জাতীয় উদ্যানের কর্মীরা।

জলদাপাড়া জাতীয় উদ্যানে ফেরানো হল উদ্ধার হওয়া গন্ডারকে
জলদাপাড়া জাতীয় উদ্যানে ফেরানো হল উদ্ধার হওয়া গন্ডারকে
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: বন্যার পরে আট দিনে ৯টি গন্ডার উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে নজির তৈরি গড়ল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। একে একে নিজের ঘরে ফিরছে গন্ডাররা। মঙ্গলবার ফের তোর্সায় ভেসে যাওয়া এক গন্ডারকে উদ্ধার করল জলদাপাড়া জাতীয় উদ্যানের কর্মীরা। কোচবিহার জেলার ঘোকসাডাঙা থানার পুটিমারি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ওই গন্ডারটিকে।
প্রাথমিক চিকিৎসার পর গন্ডারটিকে ফের জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। সম্প্রতি বন্যায় জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বহু গন্ডার তোর্সার জলে ভেসে যায়। সোমবার কোচবিহার জেলার পাতলাখাওয়া এলাকা থেকে ২টি গন্ডারকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে উদ্ধার করা হয়। সেই দুই গন্ডারকে ইতিমধ্যেই জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৫ অক্টোবর বন্যার পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা মিলিয়ে এখন পর্যন্ত ৯টি গন্ডার উদ্ধার হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ দুর্যোগ কাটিয়ে সেরে উঠছে উত্তরবঙ্গ! এরই মাঝে জলদাপাড়ায় আহত গণ্ডারের খোঁজ, গাছের নীচে…! কীভাবে প্রাপ্তবয়স্কের পায়ে চোট?
গত ৫ অক্টোবর ছিল উত্তরবঙ্গের জন্য এক ভয়াবহ দিন। সাম্প্রতিক অতীতে এমন দুর্যোগ, বিপর্যয় দেখেনি উত্তরবঙ্গ। চোখের সামনে ঘরবাড়ি, হোটেল, হোমস্টে ধসে গিয়েছে। রাস্তা, সেতু ভেঙে পড়েছে। বহু প্রাণ গিয়েছে। কাতারে কাতারে বন্যপ্রাণী জঙ্গল ছেড়ে এদিক ওদিক পালিয়েছে। জলে ভেসে গিয়েছে বহু বন্যজন্তু।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  বন্যা কবলিত এলাকার নতুন আতঙ্ক পানীয় জল! ডলোমাইট পেটে গেলেই ডায়রিয়া, টাইফয়েড…! কীভাবে পরিশুদ্ধ করবেন? জানাচ্ছে রাজ্য সরকার
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান বলেন, ‘গন্ডার উদ্ধারে আমরা দিনরাত এক করে কাজ করছি। বন্যার দিন জাতীয় উদ্যানের একাধিক গন্ডার বিভিন্ন এলাকায় চলে গিয়েছিল। তাদের উদ্ধার করে নিরাপদে আবার জঙ্গলে নিয়ে আসছি’।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rhino Rescue: আলিপুরদুয়ারের বুনো জন্তুর হদিস কোচবিহারে! কীভাবে জেলা বদল গন্ডারের? 'ঘরে' ফিরিয়ে নজির গড়ল জলদাপাড়া জাতীয় উদ্যান
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement