Jalpaiguri: বন্যার পর নতুন আতঙ্ক ধূপগুড়িতে! পুকুরে 'অজানা জন্তুর' আনাগোনা, কুমির নাকি...! ভয়ে ঘুম উড়েছে গ্রামবাসীর

Last Updated:

Crocodile Panic in Jalpaiguri: বন্যার জল নামতেই এবার কুমিরের আতঙ্কে দিন কাটাচ্ছেন ধূপগুড়ির বগরিবাড়ি এলাকার বাসিন্দারা। স্থানীয় একটি পুকুরে গত কয়েকদিন ধরে 'অজানা জন্তুর' আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বলে, অভিযোগ করেছেন স্থানীয়রা। কুমির নাকি অন্য কিছু! ঘনাচ্ছে রহস্য।

কুমিরের আতঙ্ক জলপাইগুড়ির বন্যা কবলিত এলাকায়
কুমিরের আতঙ্ক জলপাইগুড়ির বন্যা কবলিত এলাকায়
জলপাইগুড়ি, সুরজিৎ দে: অজানা আতঙ্ক ধূপগুড়িতে। গধেয়ারকুঠির পুকুরে নতুন কোনও বন্য প্রাণের আনাগোনা নাকি? কুমির শঙ্কায় এলাকায় চাঞ্চল্য। বন্যার পর এবার নতুন আতঙ্কে দিন কাটাচ্ছেন ধূপগুড়ির গধেয়ারকুঠি বগরিবাড়ি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় একটি পুকুরে অজানা বন্যপ্রাণের দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কেউ বলছেন কুমির, কেউ আবার বলছেন অন্য কোনও বন্যপ্রাণী।
পুকুরের মালিক হরিকান্ত রায় জানিয়েছেন, ‘বন্যার পর থেকেই দিঘির মাছ অনেকটাই কমে গিয়েছে। কয়েকদিন আগে মাছ দেখতে গিয়ে দেখি জলের মধ্যে কী একটা নড়ছে। প্রথমে ভেবেছিলাম বড় কোনও মাছ, কিন্তু পরে বোঝা গেল অন্য কিছু’। এরপরই বিষয়টি তিনি স্থানীয় বিধায়ক ও প্রশাসনকে জানান।
আরও পড়ুনঃ সাপ উদ্ধারে গিয়ে ঘটল বিপত্তি! বিষধর চন্দ্রবোড়ার এক ছোবলেই খেল খতম, নদিয়ার যুবকের নৃশংস পরিণতি
বৃহস্পতিবার ঘটনাস্থলে উপস্থিত হন ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। তিনি বলেন, ‘এলাকাবাসী আতঙ্কিত। সবাই বলছে, পুকুরে কিছু একটা আছে। বিষয়টি নিয়ে বিন্নাগুরি ওয়ার্ল্ড লাইফের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁরা খতিয়ে দেখছেন’।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন ওয়ার্ল্ড লাইফের সদস্যরা পুকুর এলাকায় গিয়ে খোঁজখবর নেন। তবে পুকুরে তেমন কিছু চোখে পড়েনি বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার ওই পুকুরে সার্চ অপারেশন চালানো হতে পারে।প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যার পর থেকেই ধুপগুড়ি ও আশেপাশের এলাকায় বিভিন্ন বন্য জীবজন্তুর দেখা মিলছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীদের দাবি, যত দ্রুত সম্ভব সেই অজানা বন্যপ্রাণের উপস্থিতি স্পষ্ট করা হোক। যাতে ভয়-আতঙ্ক কাটে। এখন নজর, আগামীকালের সার্চ অপারেশনের পর কী ধরা পড়ে কুমির, নাকি অন্য কোনও প্রাণী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri: বন্যার পর নতুন আতঙ্ক ধূপগুড়িতে! পুকুরে 'অজানা জন্তুর' আনাগোনা, কুমির নাকি...! ভয়ে ঘুম উড়েছে গ্রামবাসীর
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement