Snake Bite: সাপ উদ্ধারে গিয়ে ঘটল বিপত্তি! বিষধর চন্দ্রবোড়ার এক ছোবলেই খেল খতম, নদিয়ার যুবকের নৃশংস পরিণতি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Chandrabora Snake Bite Death: সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়েই মৃত্যু হল উদ্ধারকারীর। উপযুক্ত সামগ্রী ছাড়াই বিষধর চন্দ্রবোড়া উদ্ধার করতে গিয়ে ছোবল খেলেন নদিয়ার দ্বীপ বালা। নীলরতন হাসপাতালে মৃত্যু হয়েছে যুবকের।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: সাপ উদ্ধার করতে গিয়ে সাপের কামড়েই মৃত্যু হল উদ্ধারকারীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত প্রতাপনগর এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা দ্বীপ বালা নামে এক যুবক কখনও গৃহস্থের বাড়ির আনাচে-কানাচে কিংবা ঝোপঝাড়, জঙ্গল থেকে বিষধর সাপ উদ্ধার করে সেটি পরিবেশে ছেড়ে দেন কিংবা বন দফতরের হাতে তুলে দেন। সাপ উদ্ধারের সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ার ফলে জনপ্রিয় হয়ে উঠছিলেন তিনি। প্রতিবারের মতোই এদিও দ্বীপ একটি বিষধর চন্দ্রবোড়া সাপের দেখা মেলার খবর পেয়ে চলে যান সেটিকে উদ্ধার করতে। তখনও তিনি বুঝতে পারেননি ওটিই হবে তার জীবনের শেষ সাপ উদ্ধার।
সম্প্রতি তার একটি সাপ উদ্ধার করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ওই যুবক একটি জঙ্গল থেকে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছেন। সাপটির লেজ ধরে টেনে এনে প্রথমে একটি লাঠির সাহায্যে সাপটির মাথা চেপে ধরেন। এরপর অতি সন্তর্পণে সাপটির মাথা ধরে তুলে নেন। প্লাস্টিকের একটি জারের মধ্যে সাপটিকে অনেকক্ষণ ধরেই ঢোকানোর চেষ্টা করেন তিনি। শেষ মুহূর্তে জারের ঢাকনা আটকাতে গিয়ে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী ওই যুবকের হাতে ছোবল মেরে দেয় সাপটি।
advertisement
আরও পড়ুনঃ বকখালিতে দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটি টেনে আনা হল লালগঞ্জ বিচে, কেবিন থেকে উদ্ধার মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ ১, লোকারণ্য সমুদ্র সৈকত
তৎক্ষণাৎ সাপটিকে ছেড়ে তিনি চলে যান স্থানীয় প্রতাপনগর হাসপাতালে চিকিৎসা করাতে। তবে যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার নীলরতন হাসপাতালে এবং সেখানেই মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই যুবকের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় এক সর্প বিশেষজ্ঞ রাজীব কংসবনিক জানান, আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দেখে বিষধর সাপ ধরতে যান, সাপ উদ্ধার করার প্রশিক্ষণ নিতে হয় অভিজ্ঞ প্রশিক্ষকের কাছ থেকে এবং সাপ ধরার সময় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া উচিত। ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেটি কোনরকম সাপ ধরার উপযুক্ত সামগ্রী না নিয়েই খালি হাতে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন এবং একটু অসাবধানতার বসেই এত বড় একটি অঘটন ঘটে গেল।
advertisement
উল্লেখ্য, এর আগেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাপ উদ্ধার করতে গিয়ে সেই সাপের কামড়েই মৃত্যু হয়েছে একাধিক সাপ উদ্ধারকারীর। এবার নবদ্বীপে ঘটল সেই একই ঘটনা, যার জেরে স্তব্ধ গোটা এলাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 16, 2025 7:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Bite: সাপ উদ্ধারে গিয়ে ঘটল বিপত্তি! বিষধর চন্দ্রবোড়ার এক ছোবলেই খেল খতম, নদিয়ার যুবকের নৃশংস পরিণতি