Trawler Accident: বকখালিতে দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটি টেনে আনা হল লালগঞ্জ বিচে, কেবিন থেকে উদ্ধার মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ ১, লোকারণ্য সমুদ্র সৈকত
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Trawler Sinks in Bakkhali: বকখালির কাছে ট্রলার ডুবি। ডুবে যাওয়া ট্রলারকে টেনে আনা হয়েছে লালগঞ্জ বিচে। ভিতর থেকে উদ্ধার হয়েছে এক মৎস্যজীবীর দেহ। নিহত মৎস্যজীবীর নাম কমল জানা (৩৮)। নিখোঁজ আরও এক। দুর্ঘটনাগ্রস্থ ট্রলার দেখতে লোকারণ্য লালগঞ্জ সৈকতে।
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বকখালির কাছে ট্রলার ডুবি। দুর্ঘটনাগ্রস্থ ট্রলারকে টেনে আনা হয়েছে লালগঞ্জ বিচে। ভিতর থেকে উদ্ধার হয়েছে এক মৎস্যজীবীর দেহ। নিহত মৎস্যজীবীর নাম কমল জানা (৩৮)। এখনও খোঁজ নেই দেবনাথ কর নামে অপর মৎস্যজীবীর (২৮)।
দুর্ঘটনার খবর পেয়েই ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে তড়িঘড়ি এফআইবি বোট নিয়ে গভীর সমুদ্রে তল্লাশি চালানো হয়। ফ্রেজারগঞ্জ ঘাঁটির ভারতীয় উপকূল রক্ষীবাহিনীও হোভারক্রাফ্ট নিয়ে বঙ্গোপসাগরে তল্লাশি শুরু করে।
ডুবে যাওয়া ট্রলারটিকে টেনে আনা হয় ফ্রেজারগঞ্জের সন্নিকটে লালগঞ্জের সমুদ্র উপকূলে। সেই দৃশ্য দেখতে প্রায় পাঁচ শতাধিক মানুষ সেখানে ভিড় করেন। এরপর টেনে নিয়ে আসা দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের কেবিনের ভিতর থেকেই উদ্বার হয় কমল জানার দেহ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গাতি নিয়ন্ত্রণে উঁচু স্পিড ব্রেকার! যা যম হয়ে দাঁড়াল ইঞ্জিনভ্যান চালকের জীবনে, রাস্তায় পড়ে গড়াগড়ি…! মৃত্যু, সামশেরগঞ্জে চাঞ্চল্য
খবর পেয়েই ঘটনাস্থলে যায় নামখানা ব্লক প্রশাসনের আধিকারিকরা। নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্রীমন্ত মালি তিনি জানিয়েছেন, ‘দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে টেনে নিয়ে উপকূলে আসার পর কেবিনে তল্লাশি চালিয়ে এক মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। বাকি রয়েছে এখনও একজন। সেই মৎস্যজীবীর কোন খোঁজ নেই। তার খোঁজে বঙ্গোপসাগরে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ এবং ফ্রেজারগঞ্জ ঘাটির ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে এখনও তল্লাশি চলছে। সেই মৎস্যজীবীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। এদিকে যত সময় যাচ্ছে লালগঞ্জ সমুদ্র সৈকতে ভিড় ক্রমশ বাড়ছে। সকলেই এই সময় উৎকন্ঠায় সময় পার করছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 16, 2025 6:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Trawler Accident: বকখালিতে দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটি টেনে আনা হল লালগঞ্জ বিচে, কেবিন থেকে উদ্ধার মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ ১, লোকারণ্য সমুদ্র সৈকত