রাজস্থানের রাজা মানসিংয়ের ভালবাসার নিদর্শনকে জেলাবাসীর কাছে তুলে ধরতে এবারে মালদহ শহরের বুকে গড়ে উঠছে শিস মহল। মায়ের দর্শন এর পাশাপাশি শিস মহল দর্শনেরও চাহিদা পূরণ হবে দর্শনার্থীদের। শিস মহলের অনুভূতি দিতে দর্শনার্থীদের সুবিধার্থে এই থিমের চারপাশে আয়োজন করা হবে একাধিক অনুষ্ঠানের। থাকছে বিশেষভাবে ব্যবস্থাও বলে জানান ক্লাব কর্তৃপক্ষ।
advertisement
ক্লাবের সহ-সভাপতি সন্দীপ দাস জানান, ‘ক্লাবের সদস্যরা রাজস্থানে গিয়ে রাজা মানসিংয়ের শিস মহল দেখে এসেছিলেন। সেই থেকে তাদের চিন্তাভাবনা এই শিস মহল তৈরীর। এই শিস মহলের প্রতিটি অংশে সাজানো রয়েছে কাঁচের প্রলেপ দিয়ে তৈরি একাধিক উপকরণ। প্রায় তিন মাস থেকে এই থিম তৈরির কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মায়ের আবক্ষ মূর্তি তৈরির কাজ। তৃতীয়ার দিনে পুজোর শুভ উদ্বোধন হবে।’
পুজোতে ছুটি কাটাতে জেলার অধিকাংশ মানুষজন পাড়ি দেন দেশের বিভিন্ন রাজ্যে। ঘুরে দেখেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন স্থল। তবে এবারে জেলাবাসীর সেই চাহিদা পূরণ হবে জেলাতেই। রাজস্থানের জয়পুরের বিখ্যাত পর্যটন স্থল আমের দুর্গের প্রতিচ্ছবি ফুটে উঠবে মালদহের এই দুর্গাপুজোর থিমে। রাজস্থানের শিস মহলের আদলে তৈরি বিশাল রাজপ্রাসাদের মত এই থিম নজর কাড়বে দর্শনার্থীদের বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।