TRENDING:

Viral Mocktail: দাম একেবারে জলের দরে, এক চুমুকেই প্রেমে পড়বে! সন্ধে হলেই ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, কোথায় জানুন

Last Updated:

Viral Mocktail: মাত্র ৩৫ টাকা প্রতি গ্লাস মূল্যে এই মকটেল বিক্রি করা হচ্ছে। মূলত রোজ সিরাপ দিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ মকটেল। সন্ধ্যে নামলেই এই মকটেল পান করতে ভিড় জমছে বহু মানুষের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা কোচবিহারে বর্তমান সময়ে একাধিক মকটেলের দোকান দেখতে পাওয়া যায়। একটা সময় জেলার রাস্তায় এই ধরনের ফুটপাথে মকটেলের দোকান ছিল না। তবে ধীরে ধীরে এই দোকানগুলির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। তবে ইতিমধ্যেই জেলা কোচবিহারের বাজারে এক নতুন ধরনের মকটেল সকলের নজর আকর্ষণ করছে। গোলাপ ফুল ভালবাসার প্রতীক। দীর্ঘ সময় ধরে তাই গোলাপ ফুল নিজের ভালবাসার মানুষকে উপহার দেন বহু মানুষ। এবার সেই গোলাপ ফুল দিয়েই তৈরি হচ্ছে বিশেষ এক মকটেল। যার স্বাদ নিতে বহু মানুষ ছুটে আসছেন এই দোকানে।
advertisement

দোকানের কর্ণধার ইকরাম হক জানান, “জেলা কোচবিহারের বাজারে একাধিক বিভিন্ন ধরনের মকটেল রয়েছে। তবে ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। শীতে প্রেম প্রেম ভাব কিছুটা হলেও বেড়ে ওঠে। আর প্রেমের প্রতীক হিসেবে দীর্ঘ সময় ধরে গোলাপ ফুলকে ব্যবহার করা হয়। ভালবাসার মানুষকে অনেকেই গোলাপ ফুল উপহার দিয়ে থাকেন। তবে শুধু গোলাপ ফুল কেন, এবার চাইলেই উপহার দিতে পারবেন গোলাপ ফুল দিয়ে তৈরি মকটেল। একেবারেই সহজ উপায়ে স্বল্প দামে এই মকটেল পেয়ে যাবেন এই দোকানে।”

advertisement

আরও পড়ুন-৫৪ বছরে ফের দ্বিতীয় সন্তানের বাবা, কাঞ্চনের থেকে ঠিক কতটা ছোট তৃতীয় স্ত্রী শ্রীময়ী? বয়সের পার্থক্য শুনলে মাথা ঘুরে যাবে

তিনি আরোও জানান, “মাত্র ৩৫ টাকা প্রতি গ্লাস মূল্যে এই মকটেল বিক্রি করা হচ্ছে। মূলত রোজ সিরাপ দিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ মকটেল। সন্ধ্যে নামলেই এই মকটেল পান করতে ভিড় জমছে বহু মানুষের। শুধুমাত্র জেলার মানুষেরাই নয়, জেলার পাশাপাশি জেলার বাইরের মানুষেরাও ভিড় জমাচ্ছেন এই মকটেলের স্বাদে। খুব অল্প সময়ের মধ্যেই এই মকটেল জনপ্রিয় হয়ে উঠেছে সকলের মাঝে। সন্ধ্যের সময় নিজের ভালবাসার মানুষকে কিংবা প্রেমিক-প্রেমিকাকে নিয়ে এই মকটেলের স্বাদ নিতে আসতে পারেন। বর্তমানে এই মকটেলের চাহিদা রয়েছে জেলার বাজারে।”

advertisement

View More

আরও পড়ুন- কয়েকশো গুণ শক্তি বাড়ছে…! ছটপুজোর পরই বিরাট রাজকীয় চাল শনিদেবের, ৪ রাশির ভাগ্যে চরম বিপর্যয়! জানুন আপনার কপালে কী?

একাধিক সুস্বাদু স্বাদের মকটেল থাকলেও, জেলার বাজারে বর্তমান সময়ে রোজ মকটেল অনেকটাই চাহিদা রয়েছে। সন্ধে নামলেই ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মানুষেরা এই মকটেলের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন। অসাধারণ সুস্বাদু এই মকটেল খেলে যে কোনও মানুষ এই মকটেলের প্রেমে পড়তে বাধ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Mocktail: দাম একেবারে জলের দরে, এক চুমুকেই প্রেমে পড়বে! সন্ধে হলেই ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, কোথায় জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল