আরও পড়ুন: ঢপের চপ থেকে বাতেলা ফুলুরি মানুষের মন জয় করেছে এই চপের দোকান
জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় এই খবর প্রসঙ্গে জানান, “কলেজে ব্যবহৃত চিরাচরিত বিদ্যুতের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ দফতর সৌর প্যানেল বসানোর বিস্তারিত প্রস্তাব দিয়েছি জায়গা সহ৷ কত খরচ হবে তা জানাতে বলেছি। পুরো কলেজকেই সৌর বিদ্যুতে মুড়ে দিতে তৎপরতা শুরু করেছি। চিরাচরিত শক্তির ব্যবহার জরুরিকালীন পরিস্থিতির জন্য রাখা থাকবে। খুব শীঘ্রই সোলার প্যানেল বসাতে চাই”এমনটাই বক্তব্য তার।
advertisement
আরও পড়ুন: খাবারে ভেজাল? ক্ষতিকর রং মেশানো? নিমেষেই পর্দা ফাঁস হবে এবার, পেটে কী যাচ্ছে জানতে পারবেন
সৌরশক্তির ব্যবহার বাড়লে একদিকে যেমন চিরাচরিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে, তেমনই দীর্ঘমেয়াদে বিল খরচও অনেকটাই কমানো যাবে বলে আশা কর্তৃপক্ষের। এই উদ্যোগ শুধু কলেজের বিদ্যুৎ সাশ্রয়েই নয়, উন্নত ভবিষ্যতের দিকেও এক বড় পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।





