TRENDING:

Jalpaiguri News: সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিরাট নজির এই কলেজের! ধন্য ধন্য করছে সবাই

Last Updated:

আর লাগবে না বিদ্যুৎ-এর অত্যধিক খরচ! সৌরশক্তিই করবে বাজিমাত। পরিবেশবান্ধব ও খরচ সাশ্রয়ী শক্তির পথে বড় পদক্ষেপ নিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি: আর লাগবে না বিদ্যুৎ-র অত্যধিক খরচ! সৌরশক্তিই করবে বাজিমাত। পরিবেশবান্ধব ও খরচ সাশ্রয়ী শক্তির পথে বড় পদক্ষেপ নিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। বিদ্যুৎ বিলে লাগাম টানতেই এবার গোটা কলেজ চত্বরে ছড়িয়ে পড়তে চলেছে সৌরবিদ্যুৎ।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই ৫ টি হস্টেল, সেন্ট্রাল লাইব্রেরি, অডিটোরিয়াম এবং প্রশাসনিক ভবনের ছাদে সৌর প্যানেল বসানোর প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য বিদ্যুৎ দফতরে। পরিকল্পনা অনুমোদিত হলে কলেজ চত্বর জুড়ে তৈরি হবে এক সুবিস্তৃত সোলার নেটওয়ার্ক। প্রশাসনিক ভবনের একাংশে ইতিমধ্যেই ২৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরপ্যানেল স্থাপিত রয়েছে, যার সাহায্যে কয়েকটি ক্লাসরুম ও হোস্টেলের গিজারে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এবার উদ্যোগ আরও বড় পরিসরে। প্রকল্পে ছাত্রদের চারটি ও ছাত্রীদের একটি হস্টেল মিলিয়ে প্রায় ৫,০০০ বর্গফুট ছাদকে সৌরবিদ্যুতের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রশাসনিক ভবনের ৮৭৮ বর্গমিটার জায়গা সহ লাইব্রেরি ও অডিটোরিয়ামে আরও প্রায় ৩,৫০০ বর্গফুট ছাদকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। কলেজে বর্তমানে প্রায় ১,৬০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। বিদ্যুৎ চাহিদাও সেই অনুযায়ী বিশাল।
advertisement

আরও পড়ুন: ঢপের চপ থেকে বাতেলা ফুলুরি মানুষের মন জয় করেছে এই চপের দোকান

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় এই খবর প্রসঙ্গে জানান,  “কলেজে ব্যবহৃত চিরাচরিত বিদ্যুতের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ দফতর সৌর প্যানেল বসানোর বিস্তারিত প্রস্তাব দিয়েছি জায়গা সহ৷ কত খরচ হবে তা জানাতে বলেছি। পুরো কলেজকেই সৌর বিদ্যুতে মুড়ে দিতে তৎপরতা শুরু করেছি। চিরাচরিত শক্তির ব্যবহার জরুরিকালীন পরিস্থিতির জন্য রাখা থাকবে। খুব শীঘ্রই সোলার  প্যানেল বসাতে চাই”এমনটাই বক্তব্য তার।

advertisement

আরও পড়ুন: খাবারে ভেজাল? ক্ষতিকর রং মেশানো? নিমেষেই পর্দা ফাঁস হবে এবার, পেটে কী যাচ্ছে জানতে পারবেন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৌরশক্তির ব্যবহার বাড়লে একদিকে যেমন চিরাচরিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে, তেমনই দীর্ঘমেয়াদে বিল খরচও অনেকটাই কমানো যাবে বলে আশা কর্তৃপক্ষের। এই উদ্যোগ শুধু কলেজের বিদ্যুৎ সাশ্রয়েই নয়, উন্নত ভবিষ্যতের দিকেও এক বড় পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিরাট নজির এই কলেজের! ধন্য ধন্য করছে সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল