চলতি বছরের ১৯ মার্চ মাটিগাড়া থানার অন্তর্গত বানিয়াখারি এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে চুরি যায় আইফোনের ১১ প্রো ম্যাক্স। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও মোবাইল না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন মোবাইল মালিক দাওয়া নর্বু লামা। তবে এখানেই ঘটে যায় অবাক কান্ড। হঠাৎ এক মাসের মধ্যেই তার চুরি যাওয়া আইফোনটি বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখেন। তার মতে চোর আইফোনটি চালাতে না পেরে তার বাড়ির গেটে আইফোনটি ফেলে যায়।
advertisement
অন্যদিকে নববর্ষের দিনে বহু সাধারণ মানুষের দীর্ঘদিন থেকে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোট ৩৭টি মোবাইল ফোন মোবাইলের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। নববর্ষের সকালে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনগুলি ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। এই প্রসঙ্গে মাটিগাড়ার বাসিন্দা নন্দপ্রসাদ দাস জানান, “আমার বাড়ি থেকে মোবাইল ফোনটি চুরি যায়। তারপর দীর্ঘ খোঁজাখুঁজির পর প্রশাসনের দ্বারস্থ হই। দীর্ঘ অনেকদিন কেটে যাওয়ায় প্রায় আশা হারিয়ে ফেলেছিলাম। তবে অবশেষে মাটিগাড়া থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেই ফোনটি ফিরে পেলাম। পুলিশ দারুণ কাজ করছে, তাদের কাজে খুশি আমরা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে এই প্রসঙ্গে মাটিগাড়া থানার আইসি অরিন্দম বিশ্বাস বলেন, “আমরা অভিযান চালিয়ে এর আগেও বহু মোবাইল ফোন উদ্ধার করেছি, আগামী দিনেও এই অভিযান চালিয়ে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া জিনিসগুলি তাদের হাতে ফিরিয়ে দেব। বাংলার নববর্ষের তাদের হাতে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনগুলি তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুশি।”
সুজয় ঘোষ