Poila Baisakh 2025: ইংরেজি নতুন বছরকে বলে বলে গোল দিল বাংলা নববর্ষ! শিলিগুড়ির সাজ দেখলে বাঙালি হিসাবে আপনিও গর্ব বোধ করবেন

Last Updated:
ইংরেজি নববর্ষের পাশাপাশি বাংলা নববর্ষে ও রঙিন রং এর প্রলেপে মাখা শহর শিলিগুড়ি! নাচে গানে আড্ডায় আনন্দে আত্মহারা শহরবাসী
1/5
শহর শিলিগুড়ির বাসিন্দাদের হাতের আলপনায় সেজে উঠছে শহরের রাস্তা। রং তুলির টানে হাত মেলালেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
শহর শিলিগুড়ির বাসিন্দাদের হাতের আলপনায় সেজে উঠছে শহরের রাস্তা। রং তুলির টানে হাত মেলালেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
advertisement
2/5
নতুন বছরকে স্বাগত জানাতে রংবেরঙের আলপনায় সেজে ওঠে শহরের রাস্তা। ক্ষুদে বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের মানুষেরা গতকাল রাত থেকেই শহরকে সাজাতে ব্যস্ত।
নতুন বছরকে স্বাগত জানাতে রংবেরঙের আলপনায় সেজে ওঠে শহরের রাস্তা। ক্ষুদে বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের মানুষেরা গতকাল রাত থেকেই শহরকে সাজাতে ব্যস্ত।
advertisement
3/5
নববর্ষের সকাল থেকেই প্রভাত ফেরী, গান আড্ডায় মেতে উঠেছে শিলিগুড়ির বাসিন্দারা। নতুন বছরের রঙিনভাবে সাজাতে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও অভিনব উদ্যোগ।
নববর্ষের সকাল থেকেই প্রভাত ফেরী, গান আড্ডায় মেতে উঠেছে শিলিগুড়ির বাসিন্দারা। নতুন বছরের রঙিনভাবে সাজাতে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও অভিনব উদ্যোগ।
advertisement
4/5
ইংরেজি নববর্ষের পাশাপাশি বাংলার নববর্ষ মানে আপামর বাঙালির আবেগ। নাচে গানে আড্ডায় বৈশাখের সুরে রবি ঠাকুরের গানে মেতে উঠলো শহর শিলিগুড়ি। চোখ ধাঁধানো আলপনা নাচ গান আড্ডা শাড়ি পাঞ্জাবীতে মেতে উঠেছে শহর শিলিগুড়িবাসী।
ইংরেজি নববর্ষের পাশাপাশি বাংলার নববর্ষ মানে আপামর বাঙালির আবেগ। নাচে গানে আড্ডায় বৈশাখের সুরে রবি ঠাকুরের গানে মেতে উঠলো শহর শিলিগুড়ি। চোখ ধাঁধানো আলপনা নাচ গান আড্ডা শাড়ি, পাঞ্জাবীতে মেতে উঠেছে শহর শিলিগুড়িবাসী।
advertisement
5/5
সন ১৪৩২ ভিন্ন আমেজে শহর শিলিগুড়ি। রাত থেকেই নাচে গানে আড্ডায় নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত শহরবাসী। বাউলের সুর থেকে রবীন্দ্র সংগীত সঙ্গে চলছে নাচ গান আড্ডা। সারাদিন জুড়েই চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এক কথায় বাংলার নববর্ষে কালারফুল শিলিগুড়ি।
সন ১৪৩২ ভিন্ন আমেজে শহর শিলিগুড়ি। রাত থেকেই নাচে গানে আড্ডায় নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত শহরবাসী। বাউলের সুর থেকে রবীন্দ্র সংগীত সঙ্গে চলছে নাচ গান আড্ডা। সারাদিন জুড়েই চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এক কথায় বাংলার নববর্ষে কালারফুল শিলিগুড়ি।
advertisement
advertisement
advertisement