TRENDING:

Darjeeling News: মাত্র ৮০ টাকায় দার্জিলিংয়ের বাজারে মিলছে উলের শাল! কোথায় জানেন

Last Updated:

জলের দরে উলের শাল কিনতে পর্যটকদের উপচে পড়া ভিড়, মহাকাল মার্কেট মল মার্কেটকেও হার মানাবে দার্জিলিংয়ের এই হোলসেল মার্কেট , জানুন বিস্তারিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: নতুন বছরে জমজমাট শৈলরানী দার্জিলিং। উত্তরবঙ্গের কথা আসলেই সবার প্রথমে মাথায় আসে পাহাড়ের রানী দার্জিলিং। প্রত্যেক পর্যটকেরই মনে শৈলশহর দার্জিলিংকে ঘিরে একটা আবেগ কাজ করে। সেই অর্থেই বরাবরই পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে, দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোড। আর শৈল শহরে এসে ঠান্ডা শীতল আবহাওয়ায় স্থানীয়দের হাতের তৈরি সাল টুপি মাফলার থেকে শুরু করে মোটা শীতবস্ত্র না কিনলে যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়।
advertisement

আরও পড়ুন: মৃত, অথচ জীবিত! মানে কী! মুর্শিদাবাদের বৃদ্ধার সঙ্গে যা ঘটল, জানলে কান্না পাবে!

বর্তমানে মল মার্কেটকে টেক্কা দিয়ে দার্জিলিং এর এই হোলসেল বাজার নজর কাড়ছে পর্যটকদের। জলের দরে মিলছে উলের সাল। শীতের আমেজে কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং সেই অর্থেই শৈল শহরে শীতবস্ত্রের চাহিদা তুঙ্গে। তবে দার্জিলিংয়ের এই বাজারে ১০০ টাকারও কম মাত্র ৮০ টাকায় মিলছে উলের শাল এছাড়াও ২৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকায় মিলছে, মোটা গরম জ্যাকেটসহ উলের সোয়েটার। অনেকের কাছেই এই মার্কেট এখনো অজানা। দার্জিলিং ক্লক টাওয়ার অর্থাৎ ক্যাপিটালের ঠিক নিচে রিং মল লাগোয়া এলাকায় রয়েছে এই মার্কেট।

advertisement

আরও পড়ুন: মৃত, অথচ জীবিত! মানে কী! মুর্শিদাবাদের বৃদ্ধার সঙ্গে যা ঘটল, জানলে কান্না পাবে!

জলের দরে উলের শাল পেয়ে খুশিতে আত্মহারা পর্যটকেরা, শীতের মরশুমে দেদারে বিক্রি। এই প্রসঙ্গে এক দোকানদার পবন কুমার আগরওয়াল বলেন আমাদের দোকানে মাত্র ৮০ টাকায় মিলছে উলের সাল পর্যটকেরা দারুন পছন্দ করছে বাকি সব মার্কেটে থেকে আমাদের এই মার্কেটে জিনিসপত্রের দাম তুলনামূলক অনেকটাই কম । শীতের মরশুমে জলের দরে এই উলের শাল কিনতে ভিডিও আছে প্রচুর পর্যটক।

advertisement

আপনিও যদি শীতের মরসুমে দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে মহাকাল মার্কেট এবং ঐতিহ্যবাহী মল মার্কেট ছেড়ে একবার ঘুরে আসুন দার্জিলিংয়ের এই হোলসেল মার্কেট থেকে। জলের দরে মিলবে শীতের জামা কাপড়। একবার এই মার্কেটে গেলে মন ভরে যাবে আপনার। শৈল শহরে গিয়ে বাজেট ফ্রেন্ডলি দামে যত খুশি কিনুন নিজের পছন্দের শীতবস্ত্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: মাত্র ৮০ টাকায় দার্জিলিংয়ের বাজারে মিলছে উলের শাল! কোথায় জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল