TRENDING:

Darjeeling: পাহাড়ের বুকে চূড়ান্ত অ্যাডভেঞ্চার! পর্বতারোহনের মজা নিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই জায়গা থেকে

Last Updated:

Darjeeling: পাহাড়ের বুকে চূড়ান্ত এডভেঞ্চার, পর্বতারোহনের মজা নিতে ছুটে আসছে অ্যাডভেঞ্চার প্রেমীরা, রোমাঞ্চকর এই অ্যাডভেঞ্চারে চূড়ায় পৌঁছলেই চোখের সামনে যা দেখবেন তা কখনোই ভোলার নয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: বর্তমানে ঘুরতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে বহু পর্যটকেরা এই অ্যাডভেঞ্চার এক্টিভিটিস বেশি পছন্দ করে। পাহাড়ের বুকে বর্তমানে চাহিদা বেড়েছে এই অ্যাডভেঞ্চার এক্টিভিটিসের যার মধ্যে রয়েছে প্যারাগ্লাইডিং, এটিভি অ্যাডভেঞ্চার রাইড, হাইকিং থেকে শুরু করে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী তেনজিং নোরগে রকক্লাইম্বিং।
advertisement

বর্তমানে বহু পর্বতারোহীর পর্বতারোহনের গল্প শুনে অনেকেরই ইচ্ছে হয় একবার হলেও পাহাড়ে ওঠার। দার্জিলিংয়ের বুকে এই জায়গায় গেলে যেন সেই ইচ্ছা কিছুটা হলেও পূরণ হয়। বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের মধ্যে অন্যতম রক ক্লাইম্বিং। প্রসঙ্গত, তেনজিং এবং গোম্বু শিলা দার্জিলিংয়ের লেবং কার্ট রোডে অবস্থিত এবং একে অপরের বিপরীতমুখী।

আরও পড়ুনঃ ‘জেহ বাবাকে কোলে তুলে নিতে…’, আততায়ী জেহ-র বিছানার পাশে! রাতের ন্যানির বয়ান প্রকাশ্যে, জানলে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামবে

advertisement

বিশাল তেনজিং রকটির নামকরণ করা হয়েছে তেনজিং নোরগের নাম অনুসারে। জানা যায় তিনি 1953 সালে এডমন্ড হিলারির সাথে মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য বিখ্যাত ছিলেন। নাওয়াং গোম্বুর নামানুসারে গোম্বু রকটির নামকরণ করা হয়েছে। তিনি তেনজিং-এর ভাগ্নে ছিলেন এবং তিনি দুবার এভারেস্ট আরোহণ করেছিলেন। বর্তমানে দার্জিলিং এর এই জায়গায় অ্যাডভেঞ্চার প্রেমীদের প্রাণকেন্দ্র। এই প্রসঙ্গে পর্যটক দেবজিৎ সরকার বলেন, “জীবনে প্রথমবার এই রক ক্লাইম্বিং করলাম অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না, প্রথম দিকে একটু ভয় লাগলেও পরে যখন শিখরে পৌঁছে চারিপাশের পাহাড়ে সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠলো তখন যেন মন জুড়িয়ে গেল।”

advertisement

View More

আরও পড়ুনঃ শীতের এই সাদা-সবুজ সবজি নিংড়ায় খারাপ কোলেস্টেরল, মারে ক্যানসারের ‘বিষ’ কোষ, রোজের ডায়েটে রাখতে ভুলবেন না

দার্জিলিংয়ের লেবং কার্ট রোড পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই জায়গায় যেমন রয়েছে ব্রিটিশ আমলের বহু প্রাচীন ঐতিহ্য তেমনি রাস্তার দু’পাশে দাঁড়িয়ে রয়েছে তেনজিং এবং গম্বু শিলা। বর্তমানে এই জায়গা অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গরাজ্য। দূর-দূরান্ত থেকে পর্বতারোহনের মজা নিতে দার্জিলিংয়ের লেবংকার্ট রোডে অবস্থিত এই তেনজিং নোরগে রক ক্লাইম্বিং ক্যাম্পে ছুটে আসে পর্যটকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling: পাহাড়ের বুকে চূড়ান্ত অ্যাডভেঞ্চার! পর্বতারোহনের মজা নিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের এই জায়গা থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল