Saif Ali Khan Attacked: 'জেহ বাবাকে কোলে তুলে নিতে...', আততায়ী জেহ-র বিছানার পাশে! রাতের ন্যানির বয়ান প্রকাশ্যে, জানলে শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামবে
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Saif Ali Khan Attacked: আততায়ী টাকা চায়, বলে, "টাকা... এক কোটি"! ঠিক এই সময়েই ওই ঘরে উপস্থিত আরেক আয়া জুনু ছুটে যায় করিনা আর সইফের ঘরে, তাঁদের খবর দিতে।
advertisement
*৫৪ বছরের ফিলিপ জানিয়েছেন, তিনিই প্রথম ওই আততায়ীকে দেখেন। এফআইআর-এ তিনি বিশদে ঘটনার কথা উল্লেখ করেছেন। বলেন, রাতে তিনি ঘুমোচ্ছিলেন, একটা আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়। প্রথমে তাঁর মনে হয় বোধহয় করিনা কাপুর খান জেহ-র ঘরে গিয়েছেন। কিন্তু এর পরেই তিনি বাথরুমের দরজার কাছে মাথায় টুপি পরা এক পুরুষ অবয়বের ছায়া দেখেন। বুঝে নিতে দেরি হয়নি ফিলিপের একটা কিছু খারাপ ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান জেহ-র ঘরে। তাঁকে আসতে দেখেই ওই আততায়ী মুখে আঙুল দিয়ে বলে- "কোনও আওয়াজ নয়"! সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









