শুধু তাই নয়, আগামী কয়েক মাসের মধ্যে চতুর্থ সেমিস্টার শুরু হতে চলেছে। এছাড়া পঠন-পাঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় অধ্যাপক নেই এই ইউনিভার্সিটিতে। এই সমস্ত সমস্যার কারণে তাদের এই বিক্ষোভ। তাদের দাবি উপাচার্য না থাকায় অচল অবস্থায় চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। উপাচার্য না থাকায় এখন প্রায় পঠন পাঠন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। আর এই কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তৃতীয় সেমিস্টার এর পড়ুয়াদের। ছাত্র ছাত্রীদের অভিযোগ, সময় মত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েও এখনও পর্যন্ত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ফলাফল প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয় আগামী কয়েক মাসের মধ্যে চতুর্থ সেমিস্টারের পরিক্ষা শুরু হতে চলছে।
advertisement
আরও পড়ুন- পঞ্চায়েতে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ নয়, জানাল হাইকোর্ট
আরও পড়ুন- জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, আজ থেকেই শুরু রুটমার্চ
অন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ জারি করা হলেও দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রদের এখনও বিশবাও জলে রেখেছে। যদিও এই সমস্ত বিষয়টি বালুরঘাট কলেজের প্রিন্সিপাল তথা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার পঙ্কজ কুন্ডু জানান, বেশ কয়েক মাস ধরে এই সমস্যা চলছে৷ তিনি বলেন, বিষয়টি নিয়ে রাজ্যপালের দফতরে কথা হয়েছে এবং রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রীর কাছেও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।
সুস্মিতা গোস্বামী