পুরসভা সূত্রে জানা গিয়েছে, মাসে ৩০ টাকা করে এই কর দিতে হবে শহরের বাসিন্দাদের। বাড়ির আবর্জনা জঞ্জাল পরিষ্কারের জন্য দৈনিক একটাকা করে এই কর ধার্য করেছে পুরসভা। পুর ও নগর উন্নয়ন দফতরের নির্দেশেই এই সার্ভিস ট্যাক্স চালু করার পরিকল্পনা নিতে চলেছে পুরাতন মালদহ পুরসভা। আগামী ডিসেম্বর মাস থেকেই পুরাতন মালদহ পুরসভা এই কর চালু করতে চলেছে।
advertisement
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন,”আগামী ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে এই কর চালু করছি আমরা। দৈনিক এক টাকা করে কর ধার্য করা হয়েছে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই পরিকল্পনা পুরো ও নগর উন্নয়ন দফতরের। এই নির্দেশেই আমরা এমন পদক্ষেপ নিচ্ছি”।
আরও পড়ুনঃ Winter Sale: মাত্র ১০-১৫ টাকায় মিলবে শীতবস্ত্র! আড়াই মাসের মেলায় হরেক জিনিসের সমাহার
বর্তমানে পুরসভার সাফায় কর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জঞ্জাল আবর্জনা সংগ্রহ করছেন। এই পুরসভায় মোট ২০ টি ওয়ার্ড রয়েছে। শহরের প্রতিটি বাড়ির আবর্জনা জঞ্জাল সঠিক জায়গায় ফেলতে পুরসভার পক্ষ থেকে সাফাই কর্মীরা নিয়মিত সাফাই অভিযান চালিয়ে যাচ্ছেন। শহরের কোন প্রান্তেই যেন আবর্জনা জঞ্জলের স্তুপ না জমে সেই লক্ষ্যে এমন পরিকল্পনা নিতে চলেছে পুর কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র পুরাতন মালদহ পুরসভার নয়, পুর ও নগর উন্নয়ন দফতরের নির্দেশে অন্যান্য পুরসভারগুলির মত পুরাতন মালদহ পুরসভাতেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান।
হরষিত সিংহ