TRENDING:

Malda News: বাড়ির আবর্জনার উপরেও ট্যাক্স! ডিসেম্বর থেকেই পুরসভাকে দিতে হবে টাকা! জানুন বিস্তারিত

Last Updated:

Malda News: দৈনিক এক টাকা করে কর ধার্য করেছে পুরসভা, ডিসেম্বর মাস থেকে পুরাতন মালদহ পৌরসভায় চালু হচ্ছে আবর্জনা পরিষ্কারের ওপর কর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বাড়ির আবর্জনার উপরেও পুর কর বসছে। শহরের বাসিন্দাদের এবার থেকে বাড়ির আবর্জনা পরিষ্কারের জন্য পুরসভাকে মাসিক কর দিতে হবে। আগামী ডিসেম্বর মাস থেকেই চালু হচ্ছে এই কর। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মালদহের পুরাতন মালদহ পুরসভা। এই প্রথম পুরাতন মালদহ পুরসভার বাসিন্দাদের জঞ্জাল পরিষ্কারের জন্য পুরসভা কে কর দিতে হবে। যদিও এখনও কার্যকর হয়নি এই সিদ্ধান্ত।
advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, মাসে ৩০ টাকা করে এই কর দিতে হবে শহরের বাসিন্দাদের। বাড়ির আবর্জনা জঞ্জাল পরিষ্কারের জন্য দৈনিক একটাকা করে এই কর ধার্য করেছে পুরসভা। পুর ও নগর উন্নয়ন দফতরের নির্দেশেই এই সার্ভিস ট্যাক্স চালু করার পরিকল্পনা নিতে চলেছে পুরাতন মালদহ পুরসভা। আগামী ডিসেম্বর মাস থেকেই পুরাতন মালদহ পুরসভা এই কর চালু করতে চলেছে।

advertisement

পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন,”আগামী ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে এই কর চালু করছি আমরা। দৈনিক এক টাকা করে কর ধার্য করা হয়েছে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই পরিকল্পনা পুরো ও নগর উন্নয়ন দফতরের। এই নির্দেশেই আমরা এমন পদক্ষেপ নিচ্ছি”।

আরও পড়ুনঃ Winter Sale: মাত্র ১০-১৫ টাকায় মিলবে শীতবস্ত্র! আড়াই মাসের মেলায় হরেক জিনিসের সমাহার

advertisement

View More

বর্তমানে পুরসভার সাফায় কর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জঞ্জাল আবর্জনা সংগ্রহ করছেন। এই পুরসভায় মোট ২০ টি ওয়ার্ড রয়েছে। শহরের প্রতিটি বাড়ির আবর্জনা জঞ্জাল সঠিক জায়গায় ফেলতে পুরসভার পক্ষ থেকে সাফাই কর্মীরা নিয়মিত সাফাই অভিযান চালিয়ে যাচ্ছেন। শহরের কোন প্রান্তেই যেন আবর্জনা জঞ্জলের স্তুপ না জমে সেই লক্ষ্যে এমন পরিকল্পনা নিতে চলেছে পুর কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র পুরাতন মালদহ পুরসভার নয়, পুর ও নগর উন্নয়ন দফতরের নির্দেশে অন্যান্য পুরসভারগুলির মত পুরাতন মালদহ পুরসভাতেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বাড়ির আবর্জনার উপরেও ট্যাক্স! ডিসেম্বর থেকেই পুরসভাকে দিতে হবে টাকা! জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল