TRENDING:

Viral Samosa: অভিনব এই শিঙাড়ার টানেই সন্ধ্যা নামতেই জমে ভিড়! জানুন এই শিঙাড়ার বিশেষত্ব, দারুণ চমক

Last Updated:

Viral Samosa: এই শিঙাড়া মধ্যে শুধু আলুর পুর নয়। দেওয়া হয় মাংস। তাই এই শিঙাড়া খেতে লাগে দারুণ সুস্বাদু।কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি চত্বরে এই শিঙাড়া দোকান বসছে অনেকটা সময় আগে থেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: দিনের যে কোনও সময় বাঙালির হালকা জলখাবারের তালিকায় প্রথমেই থাকে শিঙাড়া। আবহাওয়া যেমনই হোক না কেন শিঙাড়ার প্রতি ভালবাসা কমে না বাঙালির। তাই বাঙালির ফাস্টফুডের তালিকায় প্রথমেই জ্বলজ্বল করে এই শিঙাড়ার নাম। আলু ও সবজির পুর দিয়ে তৈরি হওয়া শিঙাড়ার স্বাদ যেকোন খাবারকেই হার মানায়। তবে ইতিমধ্যেই শহর কোচবিহারে বিশেষ এক শিঙাড়া সকলের নজর আকর্ষণ করতে শুরু করেছে। এই শিঙাড়া মধ্যে শুধু আলুর পুর নয়। দেওয়া হয় মাংস। তাই এই শিঙাড়া খেতে সুস্বাদু হয়ে যায়। কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি চত্বরে এই শিঙাড়া দোকান বসছে অনেকটা সময় আগে থেকেই।
advertisement

দোকানের কর্ণধার অমরদীপ বানিয়া জানান, ”এখনকার দিনে দেখতে গেলে সব জায়গাতেই শিঙাড়া পাওয়া যায়। কিন্তু সব জায়গায় পনির কিংবা এমনি শিঙাড়া পাওয়া যায়। তবে তাঁদের এই বিশেষ শিঙাড়া পুরো কোচবিহারের মধ্যে শুধু মাত্র তাঁদের এখানেই পাওয়া যায়।

আরও পড়ুন: ‘জোড়া ঘূর্ণাবর্ত’… একাধিক রাজ্যে দুর্যোগের আশঙ্কা! বাংলায় হুহু করে তাপমাত্রা বাড়বে কবে থেকে? আবহাওয়ার বড় আপডেট

advertisement

তবে আগে এখানে তাঁর বাবা বসতেন দোকান নিয়ে। কিছু দিন আগেই তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখন তিনি দেখাশোনা করেন। এখনও পর্যন্ত যাঁরা এই শিঙাড়া খেয়েছেন সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বর্তমান সময়ে প্রতিদিন তাঁর দোকানে প্রায় ১০০০ থেকে ১৫০০ পিস শিঙাড়া বিক্রি হয়। একটি শিঙাড়ার দাম মাত্র ১০ টাকা। তবে সন্ধ্যা ৭টার মধ্যেই তাঁদের এই শিঙাড়া শেষ হয়ে যায়।”

advertisement

দোকানে আসা এক গ্রাহক। সৈকত ভট্টাচার্য জানান, “এখন মানুষ বিভিন্ন নতুন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে থাকে। এই বিশেষ শিঙাড়া কোচবিহার জেলায় এখানেই পাওয়া যাচ্ছে। তাই একদমই নতুন ধরনের এই শিঙাড়া খেতে ভিড় করছেন মানুষরা। খেতে বেশ সুস্বাদু লাগে এই নতুন ধরনের শিঙাড়া। সাধারণ শিঙাড়া জেলার সর্বত্র পাওয়া গেলেও এই বিশেষ শিঙাড়া শুধু একটি দোকানেই পাওয়া যায়। তাই সন্ধ্যা নামলেই এই দোকানে ভিড় করে বহু মানুষ।”

advertisement

জেলার প্রাণকেন্দ্রে সন্ধ্যা বেলায় শুরু হওয়া এই দোকান প্রায় সকল খাদ্য রসিকদের মধ্যে আলাদা ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে একবার শেষে হয়ে গেলে পরের দিন ছাড়া উপায় নেই গ্রাহকদের। কারণ এই শিঙাড়া কিনতে রীতিমতো ভিড় উপচে পড়ে দোকানে।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Samosa: অভিনব এই শিঙাড়ার টানেই সন্ধ্যা নামতেই জমে ভিড়! জানুন এই শিঙাড়ার বিশেষত্ব, দারুণ চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল