তাঁর ক্রিকেটীয় দক্ষতার কথা আমদের সকলের জানা। কিন্তু অনিল কুম্বলের যে বন্য জীব-জন্তুর ছবি তোলার ঝোঁকও আছে, তা হয়তো অনেকেই জানেন না।
খেলার পাশাপাশি বন্য প্রাণীদের নিয়ে শখের ফটোগ্রাফিতেও বহুদিন আগেই মন দিয়েছিলেন অনিল কুম্বলে। তাই এবার পাখির টানে তিনি চলে এলেন উত্তরের পাহাড়ে।
আরও পড়ুন- ডোনা স্ত্রী হিসেবে মিষ্টি না তেতো? সৌরভের চমকে দেওয়া উত্তর, ‘ম্যাডাম তো…’
advertisement
শহর শিলিগুড়ি লাগোয়া রংটং-এর শিবখোলার পাহাড়ে আঁকাবাঁকা পথ ঘুরে বেরালেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন কোচ ও প্রাক্তন লেগস্পিনার।প্রসঙ্গত, শীত পড়তেই রংটং হয়ে ওঠে পরিযায়ী পাখির অন্যতম ঠিকানা। দেশ বিদেশ থেকে অনেক পাখিদের আনাগোনা শুরু হয় এই এলকায়। সেই পাখিদের ক্যামেরাবন্দি করতেই রংটং আসা কুম্বলের।
অনিল কুম্বলে ভাল ক্রিকেটারের পাশাপাশি ভালবাসেন ফটোগ্রাফি। আর সেই টানেই পরিবেশের ও বিভিন্ন প্রজাতির পাখির টানে রংটং-এ পাখির ছবি ক্যামেরাবন্দি করলেন তিনি।
অনিল বাবু ওয়াইল্ড লাইফ ভালবাসেন। এই প্রসঙ্গে তিনি বলেন , “এখানে পরিবেশ প্রেমী সংস্থা পশু পাখি রক্ষণাবেক্ষণের জন্য ভাল কাজ করছে।আমি এই জায়গাটি দারুন উপভোগ করলাম। এই প্রথমবার হর্নবিলের ছবি তুলেছি। শহরের কোলাহল ছেড়ে এই জায়গাটিতে এসে ছবি তোলার আনন্দই আলাদা।”
আরও পড়ুন- বিশ্বকাপের সেমি ফাইনালে ৪ দল নিশ্চিৎ! বিদায়ের তালিকায় কোন কোন দেশ, রইল তালিকা
এছাড়াও পর্যটক ও পরিবেশ প্রেমীদের রংটং-এ আসার অনুরোধ জানান তিনি।এখানে এলে অনেক অজানা পাখি সহ অজানা অনেক অথ্য জানতে পারবেন বলে জানান তিনি।
অনির্বাণ রায়






