ডোনা স্ত্রী হিসেবে মিষ্টি না তেতো? সৌরভের চমকে দেওয়া উত্তর, 'ম্যাডাম তো...'

Last Updated:
Sourav Ganguly: ডোনা স্ত্রী হিসেবে কেমন! মুখ ফুটে মনের কথা বললেন সৌরভ।
1/6
দাম্পত্য জীবনের ২৭ বছর পার করে ফেলেছেন তাঁরা। একে-অপরকে চেনেন দীর্ঘ সময় ধরে। তাঁদের এই পথচলা আজকের নয়। তবুও সৌরভ-ডোনার প্রেমের কথা যেন রোজ নতুন!
দাম্পত্য জীবনের ২৭ বছর পার করে ফেলেছেন তাঁরা। একে-অপরকে চেনেন দীর্ঘ সময় ধরে। তাঁদের এই পথচলা আজকের নয়। তবুও সৌরভ-ডোনার প্রেমের কথা যেন রোজ নতুন!
advertisement
2/6
পাশের বাড়ির মেয়ের সঙ্গে প্রেম। তার পর দুই বাড়ির মত-অমতের এপিসোড। সবটাই যেন সৌরভ-ডোনার এই গল্পকে আলাদা মাত্রা দিয়েছে।
পাশের বাড়ির মেয়ের সঙ্গে প্রেম। তার পর দুই বাড়ির মত-অমতের এপিসোড। সবটাই যেন সৌরভ-ডোনার এই গল্পকে আলাদা মাত্রা দিয়েছে।
advertisement
3/6
দাদাগিরির মঞ্চে প্রায়ই স্ত্রীর ব্যাপারে কিছু সিক্রেট ফাঁস করেন মহারাজ। সবার সামনে তিনি স্ত্রীকে মজা করে ম্যাডাম বলে ডাকেন। আর ডোনা তাঁকে মজা করে ডাকেন- দাদা।
দাদাগিরির মঞ্চে প্রায়ই স্ত্রীর ব্যাপারে কিছু সিক্রেট ফাঁস করেন মহারাজ। সবার সামনে তিনি স্ত্রীকে মজা করে ম্যাডাম বলে ডাকেন। আর ডোনা তাঁকে মজা করে ডাকেন- দাদা।
advertisement
4/6
দাদাগিরির মঞ্চে এবার এক অভিনেত্রী সৌরভকে জিজ্ঞেস করেন- আপনার জীবনে কি এমন কোনও সম্পর্ক আছে যা শুরুতে তেতো ছিল, কিন্তু সময় এগোতে সেটাই মিষ্টি হয়েছে!
দাদাগিরির মঞ্চে এবার এক অভিনেত্রী সৌরভকে জিজ্ঞেস করেন- আপনার জীবনে কি এমন কোনও সম্পর্ক আছে যা শুরুতে তেতো ছিল, কিন্তু সময় এগোতে সেটাই মিষ্টি হয়েছে!
advertisement
5/6
সৌরভ হেসে উত্তর দেন, ব্যাক্তিগত জীবনে তো সেরকম কোনও সম্পর্ক নেই। তবে  ম্যাডাম তো প্রথম থেকেই মিষ্টি।
সৌরভ হেসে উত্তর দেন, ব্যাক্তিগত জীবনে তো সেরকম কোনও সম্পর্ক নেই। তবে ম্যাডাম তো প্রথম থেকেই মিষ্টি।
advertisement
6/6
দাদাগিরির মঞ্চেও সৌরভ-ডোনার প্রেম যেন ট্রেন্ডিং! এখনও অনেকেই তাঁর আর ডোনার সম্পর্ক নিয়ে মজার মজার প্রশ্ন করেন। সৌরভ উত্তরও দেন অকপটে।
দাদাগিরির মঞ্চেও সৌরভ-ডোনার প্রেম যেন ট্রেন্ডিং! এখনও অনেকেই তাঁর আর ডোনার সম্পর্ক নিয়ে মজার মজার প্রশ্ন করেন। সৌরভ উত্তরও দেন অকপটে।
advertisement
advertisement
advertisement