ডুয়ার্স জুড়ে ভ্যাপসা গরম আবহাওয়া দেখা যাচ্ছে। ডুয়ার্স এলাকার আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে বেশ কিছু বছর ধরে। গরমের দিনে তাপমাত্রা ৪০° ডিগ্রি ছুঁয়ে ফেলে। বর্তমানে চলছে ৩২° ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া লুপার পোকার উপদ্রবের জন্য আদর্শ সময় বলে বলছেন চা বিশেষজ্ঞরা। একবার কোন বাগানে লুপার পোকার উপদ্রব শুরু হলে, তা দু’সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বাগানে ছেয়ে যায়।
advertisement
আরও পড়ুন: ৭ বিঘা জমির ভুট্টা, ১ বিঘা জমির টমেটো! রাতারাতি সাবাড় করে দিল ‘ওরা’! মাথা চুলকাচ্ছেন চাষিরা
লুপার পোকা চা পাতার ক্ষতি করে। তার সঙ্গে যদি দোসর হয় রেড স্পাইডার, তাহলে চা গাছের বৃদ্ধিতেও সমস্যা দেখা যায়। ডুয়ার্স এলাকার আলিপুরদুয়ার জেলায় গরমের পাশাপাশি মাঝেমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি। তবে আলিপুরদুয়ার জেলার চা বাগানের ক্ষেত্রে এই বৃষ্টি পর্যাপ্ত নয় বলে জানা যায়। আলিপুরদুয়ার জেলার চা শিল্পের করুন পরিস্থিতি বলে জানালেন ভাতখাওয়া চা বাগানের জেনারেল ম্যানেজার তথা ডিবিআইটিএ কালচিনি সার্কলের চেয়ারম্যান টি এন পান্ডে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি জানান, “মে মাসে আরও গরম বাড়বে। তখন লুপার প্রতিটি বাগানে জাঁকিয়ে বসবে। সব চাইতে প্রভাব দেখা যাবে চা উৎপাদনে। ২০% চা কম উৎপাদন হবে। এই এলাকার চা গাছে বৃষ্টির জল ২-৩ ইঞ্চি দাঁড়িয়ে লাভ হয় না। পর্যাপ্ত বৃষ্টি না হলে সমস্যা বাড়বে।”
Annanya Dey





