Government School Job: বিরাট চাকরির সুযোগ এবার মালদহের সরকারি বিদ্যালয়গুলোতে! শুধু ইন্টারভিউ
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
মালদহের পুরাতন মালদহ, মানিকচক, হবিবপুর, রতুয়া ১, রতুয়া ২, হরিশ্চন্দ্রপুর ১, হরিশ্চন্দ্রপুর ২, কালিয়াচক ৩ ইত্যাদি গভার্মেন্ট মডেল স্কুলগুলোতে একাধিক বিষয়ের জন্য ১৭ জন অতিথি শিক্ষক, ৪ অশিক্ষক কর্মী ও ৩ জন নাইট গার্ড পদে নিয়োগ করা হবে।
advertisement
1/5

এবার বিপুল সংখ্যক শূন্যপদে মালদহের সরকারি স্কুলগুলোতে অতিথি শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল মালদহ জেলা প্রশাসন। মালদহ জেলার ৮ টি গভার্মেন্ট মডেল স্কুলে ২৪ টি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে অতিথি শিক্ষক ও শিক্ষক কর্মী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
মালদহের পুরাতন মালদহ, মানিকচক, হবিবপুর, রতুয়া ১, রতুয়া ২, হরিশ্চন্দ্রপুর ১, হরিশ্চন্দ্রপুর ২, কালিয়াচক ৩ ইত্যাদি গভার্মেন্ট মডেল স্কুলগুলোতে একাধিক বিষয়ের জন্য ১৭ জন অতিথি শিক্ষক, ৪ অশিক্ষক কর্মী ও ৩ জন নাইট গার্ড পদে নিয়োগ করা হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
লিখিত কোন পরীক্ষা নয় ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই করা হবে চাকরি প্রার্থীদের। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সহ হাজির হতে হবে মালদহ জেলা প্রশাসনিক ভবনে মালদহ সদর এসডিও অফিসে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
এই নিয়োগের জন্য সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকারি পোষিত স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের আবেদন করতে আহ্বান জানান হচ্ছে।ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত দিনে সরাসরি ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
আগামী ২৯ এ জানুয়ারি সকাল ১১ টা থেকে অনুষ্ঠিত হবে নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ।ইন্টারভিউয়ের সময় সঙ্গে আনতে হবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মূল নথি ও স্বপ্রত্যয়িত ফটোকপি, পিপিও, বয়সের প্রমাণপত্র, শেষ বেতনের সার্টিফিকেট এবং সম্পূর্ণ বায়োডাটা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)