আরও পড়ুনঃ গরমে মাটির কলসির জল খাওয়ার সময় মাথায় রাখুন এই ৪ জিনিস, নাহলে মারাত্মক বিপদ…
লকডাউনের পর থেকেই বেশ কয়েক বছরে বিভিন্ন সময়ে চায়ের দোকান করে ভাইরাল হয়েছেন অনেকেই। এবার অভিনেত্রীর নামের সহায়তায়ও ভাইরাল এই যুবক। একদিকে চা পান করার অভ্যেস অনেকেরই রয়েছে। চায়ের স্বাদ ও সুগন্ধ পেতে মরিয়া চাপ্রেমীরা। অন্যদিকে, কালীরহাট নিবাসী সহদেব রায় মাস দেড়েক আগেই এই চায়ের দোকান খুলেছেন আর তাতেই ব্যানারে সায়নি ঘোষের ছবি ও পোস্টারে লেখা “সায়নি চা”- এর যেন আলাদাই এক প্রভাব করে ফেলেছেন সেই যুবক।
advertisement
বঙ্গ রাজনীতির সবথেকে চর্চিত নামগুলির মধ্যে একটি সায়নি ঘোষ। অভিনয় জগৎ থেকে উঠে এসে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরেন তিনি। তারপর থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক কেরিয়ারে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সায়নী। এর মধ্যে সাম্প্রতিকতম বিতর্কের কেন্দ্রে একটি সংলাপ, ‘সায়নি!’ রাজনীতির গণ্ডি পেরিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল ‘সায়নি’ শব্দবন্ধে। এর উৎস পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের এক জনসভা। রীতিমতো বেশ এলাকায় নাম কামিয়েছে ওই যুবক।
সুরজিৎ দে