জানা গিয়েছে, আলিপুরদুয়ারের এই চা বাগানের শ্রমিকদের রেশনের বদলে দেওয়া হচ্ছে নগদ টাকা। কিন্তু তাতে যা পাওয়া যাচ্ছে সেটা মোটেও পর্যাপ্ত নয়। এইসব অভিযোগ তুলে ধরে বৃহস্পতিবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হন মধু চা বাগানের শ্রমিকরা। তাঁরা অভিযোগ করেন, গত দু’মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। সেইসঙ্গে দীর্ঘদিন ধরে সঠিকভাবে রেশনও মিলছে না। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে কী খাবেন তার ঠিক নেই বলে জানান ক্ষুব্ধ শ্রমিকরা।
advertisement
আরও পড়ুন: সারারাত ফলহারিণী কালীপুজো, নামল ভক্তের ঢল
অবরোধকারী শ্রমিকদের সমর্থনে এগিয়ে আসে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। ঘটনাস্থলে হাজির হয় হাসিমারা ফাঁড়ির পুলিশ। তবুও নিজেদের অভিযোগের প্রতিকারের দাবিতে অনড় শ্রমিকরা অবরোধ তুলতে চাননি। ফলে রাস্তার দু’ধারে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে অবশ্য কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে অবরোধ তোলেন শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল। তবে তাঁদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন মধু চা বাগানের শ্রমিকরা।
অনন্যা দে