Phalaharini Kali Puja: সারারাত ফলহারিণী কালীপুজো, নামল ভক্তের ঢল
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Phalaharini Kali Puja: বাংলায় দেবী কালী নানারূপে পূজিত হন। কোথাও তিনি দক্ষিণাকালী, কোথাও আবার ভদ্রকালী। কোথাও বা সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী কিংবা রক্ষাকালী
মুর্শিদাবাদ: বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দির বিভিন্ন মন্দিরে ফলহারিণী কালীপুজো উপলক্ষে বিশেষ পুজো, হোম যজ্ঞের আয়োজন করা হয়। মন্দিরে মন্দিরে পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। কান্দির বহড়ার ভান্ডেরা গ্রামে প্রাচীন ফলহারিণী কালীপুজোয় মেতে ওঠেন গ্রামের বাসিন্দারা। চলে দশ মহাবিদ্যার হোম যজ্ঞ।
বাংলায় দেবী কালী নানারূপে পূজিত হন। কোথাও তিনি দক্ষিণাকালী, কোথাও আবার ভদ্রকালী। কোথাও বা সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী কিংবা রক্ষাকালী। একেক ভক্তের কাছে দেবী যেন একেক রূপে ধরা দিয়েছেন। কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী, কেউ বা ডাকেন ব্রহ্মময়ী। কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে। শাক্ত মতে, প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে একেক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর একেক রূপের আরাধনার জন্য। যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালীপুজো। তেমনই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালীপুজো। ফলহারিণী কালীপুজো উপলক্ষে দশ মহাবিদ্যার যজ্ঞের আয়োজন করা হয়।
advertisement
advertisement
এবছর ফলহারিণী বুধবার সন্ধে ৭ টা ১৫ মিনিটে শুরু হয় ফলহারিনী কালীপুজো। বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫৩ মিনিটে পর্যন্ত থাকবে অমাবস্যা। এছাড়াও বুধবার মধ্যরাতে দশ মহাবিদ্যার পুজো উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ হয়। মূলত মরশুমি ফল (আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, তালশাঁস) দিয়ে এই পুজো করাই রীতি। দেবীকে নানারকম মরশুমি ফল দিয়ে পুজো করা হয়।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 06, 2024 5:48 PM IST








