TRENDING:

Siliguri: এবার শহর জুড়ে কোটি কোটি টাকার মাদক উদ্ধার, চিন্তায় মাথায় হাত প্রশাসনের

Last Updated:

Siliguri: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও সিআইডি দুটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার, হেরোইন ও নিষিদ্ধ ট্যাবলেট। ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায় শহরে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও সিআইডির দুটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার, হেরোইন ও নিষিদ্ধ ট্যাবলেট। ঘটনায় ছজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায় শিলিগুড়ি শহরে। গ্রেফতার হওয়া ছয় জনের মধ্যে তিনজন ভীন রাজ্যের বাসিন্দা।
শহর জুড়ে কোটি কোটি টাকার ড্রাগস উদ্ধার! চিন্তায় প্রশাসন
শহর জুড়ে কোটি কোটি টাকার ড্রাগস উদ্ধার! চিন্তায় প্রশাসন
advertisement

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন আমবাড়ি ক্যানেল রোডে গোপন সূত্রে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের উত্তরবঙ্গ শাখার আধিকারিকরা। ঘটনায় সন্দেহভাজন একটি ছোট চারচাকা গাড়ি আটক করা হয়। প্রথমে তল্লাশি চালালে গাড়িতে কিছু উদ্ধার হয় না। পরে গাড়ির তেলের ট্যাঙ্কারের ভিতর তল্লাশি চালালে বেরিয়ে আসে মাদক ও নিষিদ্ধ ট্যাবলেট। উদ্ধার হয় তিন কেজি ম্যাথেমফেটামাইন নামক নিষিদ্ধ ট্যাবলেট ও ৯৮৪ গ্রাম ব্রাউন সুগার।

advertisement

এরপরই গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করে এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল এফএম সাকিল আহমেদ, মহম্মদ শাহাজাহান ও মহম্মদ দায়ান হোসেন। প্রত্যেকে মণিপুরের থৌবাল জেলার বাসিন্দা। উদ্ধার হওয়া মাদক ও নিষিদ্ধ ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় থেকে দু' কোটি টাকা। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

advertisement

অন্যদিকে, শুক্রবার সকালে গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় সিআইডি। শিলিগুড়ির জলপাই মোড়ে একটি সন্দেহভাজন বেসরকারি বাস আটক করা হয়। যাত্রীদের নামিয়ে বাসে তল্লাশি চালানো হয়। বাসটি কোচবিহারের ফালাকাটা থেকে শিলিগুড়ি আসছিল। জলপাই মোড়ে তল্লাশি চালালে চালকের পাশে থাকা বোনেট থেকে একটি প্যাকেট বন্দি বাক্স মেলে। বাক্স খুললেই তার থেকে বেরিয়ে আসে হেরোইন। উদ্ধার হয় দু কেজি ৭০০ গ্রাম ব্রাউন সুগার।

advertisement

View More

আরও পড়ুনঃ Siliguri News: দীর্ঘ ছয় দশক পর নিজস্ব ভবন পেতে চলেছে শিলিগুড়ি কমার্স কলেজ

উদ্ধার হওয়া মাদক দ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। ঘটনায় বাস চালক মুকুল সরকার, খালাসি সঞ্জয় দে ও কন্ডাকটর সমির শর্মাকে গ্রেফতার করে সিআইডি ৷ প্রত্যেকে কোচবিহারের বাসিন্দা। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তুলবে সিআইডি। কোথা থেকে এই মাদক এল তাদের জানা নেই বলে দাবি করেছেন ধৃতরা। কিন্তু যেভাবে কোটি কোটি টাকার মাদক উদ্ধার হচ্ছে তাতে চিন্তা বাড়ছে প্রশাসনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ANIRBAN ROY

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: এবার শহর জুড়ে কোটি কোটি টাকার মাদক উদ্ধার, চিন্তায় মাথায় হাত প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল