পড়ুয়ারা স্কুলে আসছে কিন্তু স্কুলের বাইরেই বসে থাকছে। স্কুলে ক্লাস করছে না তারা। স্কুলের ৪০০ জন পড়ুয়াকে এভাবেই প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে। চা বাগান ঘেঁষা প্রত্যন্ত এলাকায় রয়েছে স্কুলটি। যে দুজনের চাকরি গিয়েছে তাদের মধ্যে একজন অঙ্কের শিক্ষক এবং অপরজন বাংলার শিক্ষক।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
পড়ুয়াদের কাছ থেকে জানা গিয়েছে ওই দুই শিক্ষক কাজে যোগ দেওয়ার পর থেকে পঠন-পাঠন তো বটেই সেইসঙ্গে সাংস্কৃতিক ক্ষেত্রেও এই স্কুলের সুনাম বেড়েছে। পড়বাদের প্রিয় এই দুই শিক্ষকের চাকরি যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।শিক্ষকরা আগের থেকে পেন ডাউন কর্মসূচি চালাচ্ছিলেন। প্রতিবাদ জানাচ্ছেন পড়ুয়াদের। তাঁদের দাবি ফিরিয়ে দিতে হবে দুই শিক্ষককে, তবেই তারা ক্লাস করবেন।
এই প্রতিবাদ দেখে যদিও চিন্তিত অভিভাবক মহল। আগামীতে পড়ুয়াদের ভবিষ্যত কী হবে বুঝে পাচ্ছেন না তারা।ক্লাস বন্ধ রেখে প্রতিবাদ সমর্থন জানাচ্ছেন না তারা।
Annanya Dey





